ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীসহ নিহত পাঁচ ॥ আহত ৭৬

প্রকাশিত: ০৩:৫৪, ১৯ অক্টোবর ২০১৬

সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীসহ নিহত পাঁচ ॥ আহত ৭৬

জনকণ্ঠ ডেস্ক ॥ ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, ঈশ্বরদী ও সাভারে সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ পাঁচজন নিহত ও ৭৬ জন আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। ঝিনাইদহ ॥ কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছায়ারানী (৪৫) ও মল্লিক (৫৫) নামে স্বামী-স্ত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জের কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম রাধানগরপাড়ায়। মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার বাউশিয়া পাখি পয়েন্টে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চালক আহত হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই স্থানে কুমিল্লাগামী সবজি ভর্তি একটি পিকআপ সামনের যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই আরোহী সবজি ব্যবসায়ী মোঃ শামীম (২৫) ও মোঃ ইয়ামিন (২৮) নিহত হয়। ঈশ্বরদী ॥ মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী বাহার সুপার মার্কেটের মালিক মুকুল খানের মেয়ে ও বউ বাজারের কাপড় ব্যবসায়ী রুমা খান (২৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি অটো রিক্সাযোগে শহরের বাড়ি থেকে পাকশী রিসোর্টে নানির সঙ্গে ঘুরতে যাচ্ছিলেন। অটোটি রিসোর্টের কাছে সড়কের স্পীডবেকার অতিক্রম করার সময় জোরে ঝাঁকুনি দিলে রুমা সীট থেকে ছিটকে পড়ে অটো রিক্সার রডে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সাভার ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় আশুলিয়া ও ধামরাইয়ে অন্তত ৫৫ জন আহত হয়েছে। এরমধ্যে ধামরাইয়ে ৩৫ জন ও আশুলিয়ার অন্তত ২০ জন আহত হয়। অপরদিকে, আশুলিয়ার গোয়াইলবাড়ি এলাকায় একটি শ্রমিকবাহী বাস পুকুরে পড়ে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়। আইইউবিএটিতে ওরিয়েন্টেশন রজতজয়ন্তী পালন করছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এ্যাগ্রিকালচার এ্যান্ড টেকনোলজি। এ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে অনেক শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানা ও কর্মসূচী। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে ৭৩তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগ আলাদাভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছে, যা শুরু হয়েছে ১৬ অক্টোবর এবং ২০ অক্টোবর পর্যন্ত চলবে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথি হিসেবে থাকছেন ঢাকার মেয়র, মন্ত্রী, ইউকে থেকে আগত কার্ডিফের মেয়র ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবিবার বিশ্ববিদ্যালয়ে ফল ২০১৬ সেমিস্টারে ডিপার্টমেন্ট অব ইকোনমিক্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) মহাপরিচালক আফরোজা গুল নাহার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদা খানম। -বিজ্ঞপ্তি
×