ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপাকে ভর্তিচ্ছুরা

কলা অনুষদ রাবি-চবি ভর্তি পরীক্ষা একই দিনে

প্রকাশিত: ০৩:৫৪, ১৯ অক্টোবর ২০১৬

কলা অনুষদ রাবি-চবি ভর্তি পরীক্ষা একই দিনে

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা এক দিনে অনুষ্ঠিত হবে। ফলে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এক ধাপ পিছিয়ে পড়ছে দুই লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী। দুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনড় অবস্থানের কারণে পরীক্ষার্থীরা যে কোন একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৮ জুন ভর্তি পরীক্ষার সূচী প্রকাশ করে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৭ জুন প্রকাশ করে। ঘোষিত সূচী অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর মধ্যে উভয় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া অন্যান্য অনুষদের পরীক্ষা সকাল-বিকেল করে নির্ধারণ করা হয়েছে। ইশতিয়াক আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, রাবি ও চবির পরীক্ষা একই সময়ে ঘোষণা করা হয়েছে। এমনভাবে সূচী প্রকাশ করেছে তাতে সবগুলো ইউনিটে পরীক্ষা দিতে গেলে দুই বার চট্টগ্রাম যেতে হবে। যা অনেক বিড়ম্বনার ও ঝুঁকি সাপেক্ষ। ভর্তিচ্ছু এক পরীক্ষার্থীর অবিভাবক বলেন, দুই বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া যায় না। এতে করে ছেলেমেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। আশা করেছিলাম যে কোন একটি বিশ্ববিদ্যালয় তাদের অবস্থান থেকে সরে দাঁড়াবে। এ ব্যাপারে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, আমরা আগে ভর্তি পরীক্ষার সময় ঘোষণা করেছি। সে হিসেবে তাদের উচিত ছিল আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা। এর আগের বছরও তারা এমনটা করেছিল। আমরা তাদের বিষয়টা জানিয়েছিলাম কিন্তু তারা শোনেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা বলেন, চবিতে ভর্তি পরীক্ষার সময়সূচী পরিবর্তনের কোন সুযোগ নেই। ভাঙ্গায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেল স্বামী নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮ অক্টোবর ॥ ভাঙ্গায় স্ত্রী রাশেদা বেগমের (২৬) লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে গেল স্বামী আজিজুল মাতুব্বর (৩৫)। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে রাশেদার স্বামী ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছে। মঙ্গলবার সকালে ভাঙ্গা থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। রাশেদা বেগম ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের আজিজুল মাতুব্বরের স্ত্রী। রাশেদার বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী। প্রায় ১০ বছর আগে তার বিয়ে হয়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রাশেদা বেগমের ভাই মজিবর রহমান অভিযোগ করেন, বেশ কিছুদিন যাবৎ তার ভগ্নিপতি আজিজুল পরকীয়ায় আসক্ত। এ কারণে স্বামী আজিজুল রাশেদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল।
×