ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রিশালে সরকারী জমি দখল করে বাড়ি ॥ ব্রিজ নির্মাণ অনিশ্চিত

প্রকাশিত: ০৩:৫২, ১৯ অক্টোবর ২০১৬

ত্রিশালে সরকারী জমি দখল করে বাড়ি ॥ ব্রিজ নির্মাণ অনিশ্চিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ত্রিশাল উপজেলার কানহর বাজার থেকে উজান বৈলর সড়কে সুতিয়া নদীর ওপর ব্রিজ ও এপ্রোচ সড়ক নির্মাণে বাধা দেয়া হচ্ছে। স্থানীয় প্রভাবশালী শাহাদাত হোসেন তরফদার ও তার আত্মীয় স্থানীয় ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুকুল সরকারী সড়ক জবরদখল করে বাসাবাড়ি নির্মাণ করে রাখায় এই ব্রিজ ও এপ্রোচ সড়ক নির্মাণ করা যাচ্ছে না। স্থানীয় প্রশাসন সরকারী জমির ওপর থেকে বাড়ি সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিল শাহাদাত তরফদার ও মুকুলকে। কিন্তু এখন পর্যন্ত বাড়ি সরিয়ে না নেয়ায় কাজ শুরু করতে পারছে না। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। জাপানের দাতা সংস্থা-জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ-এলজিইডি এই প্রকল্প বাস্তবায়ন করছে। স্থানীয় সূত্র জানায়, ত্রিশাল উপজেলার বৈলর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৩৫৩ নম্বর দাগটি নিয়ে সরকারী রাস্তা। সিএস ও বিআরএস রেকর্ডে দাগটি সরকারী হালট হিসেবে চিহ্নিত রয়েছে। এই সড়ক ধরেই ব্রিজ ও এপ্রোচ সড়ক নির্মাণের কথা। কিন্তু এই দাগের ওপর বসতবাড়ি গড়ে তুলেছেন শাহাদাত হোসেন তরফদার। এ নিয়ে এলাকায় বিরোধ সৃষ্টি হয়। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসের নিযুক্ত সার্ভেয়ার মোসলেম উদ্দিন পুলিশের উপস্থিতিতে সরেজমিন হালটটি পরিমাণ করে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। একই সঙ্গে সরকারী হালট থেকে ঘরবাড়ি সরিয়ে নিয়ে শাহাদাতকে নির্দেশ দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত ঘরবাড়ি সরিয়ে নেয়া হয়নি। এতে করে এলজিইডির প্রস্তাবিত ব্রিজ ও এপ্রোচ রোড নির্মাণের কাজ শুরু করতে পারছে না সংস্থাটি। এলাকাবাসী জানায়, সার্ভেয়ার সরেজমিন পরিমাপ করে যে খুঁটি পুঁতে রেখেছিল, সেটি শাহাদাত তুলে ফেলে দেন। এতে ব্রিজ ও এপ্রোচ সড়ক নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গাইবান্ধায় পরিবহন ধর্মঘট ॥ চরম জনদুর্ভোগ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ অক্টোবর ॥ গাইবান্ধায় মঙ্গলবার ভোর ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের আওতায় গাইবান্ধা জেলার সকল রুটে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রচ- রোদ উপেক্ষা করে জনগণকে হেঁটে চলাচল করতে হচ্ছে। গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘটের কারণে গাইবান্ধা জেলাসহ ৭টি উপজেলা থেকে ঢাকা, রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, পাবনা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট, নওগাঁ জেলাসহ সকল জেলায় চলাচলকারী দূরপাল্লার বাস-ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস জেলা শহরসহ অভ্যন্তরীণ সড়কগুলোতেও অটোবাইক, সিএনজি, অটোরিক্সা, ম্যাজিক চলাচল বন্ধ থাকে। এমনকি জেলা ও উপজেলা সদরগুলোতেও রিক্সা এবং ভ্যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ খেলার ছলে পরিবারের সবার অজান্তে বাড়ির পুকুরে ডুবে চাচাত ভাই ও বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামে। জানা গেছে, ওই গ্রামের প্রবাসী ইলিয়াস বেপারীর কন্যা ইসা মনি (৪) ও চাকরিজীবী আলমগীর বেপারীর ছেলে আব্দুল্লাহ (৪) দুপুর বারোটার দিকে খেলার ছলে বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজনে পুকুর থেকে দুই শিশুকেই উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে কত্যর্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
×