ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে আদালতে বিচারক ও আইনজীবীর বাগ্বিতণ্ডা

প্রকাশিত: ০৮:৫০, ১৮ অক্টোবর ২০১৬

না’গঞ্জে আদালতে  বিচারক ও  আইনজীবীর  বাগ্বিতণ্ডা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৭ অক্টোবর ॥ নারায়ণগঞ্জে একটি মামলার জামিন শুনানিতে আদালতে বিচারক ও আইনজীবীর মধ্যে বাগ্বিত-ার ঘটনা ঘটেছে। এ সময় বিচারক ওই আইনজীবীকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে আইনজীবীরা দাবি করেছেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এবং মীমাংসাও করা হয়েছে। সোমবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই ঘটনা ঘটে। গত ২০ সেপ্টেম্বর সকালে চাঁদমারী এলাকায় ঢাকা-না’গঞ্জ লিংকরোডে বন্ধু পরিবহনের চালক হাসানকে পেছন থেকে চাপা দেয় কাভার্ডভ্যান। এ সময় হাসানের মৃত্যু হয় এবং কাভার্ডভ্যান জব্দ ও চালক রাজু আহমেদকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় এক জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে রাজুর পক্ষে এ্যাডভোকেট জামাল উদ্দিন ও কামরুল হাসান জামিন শুনানি করেন। এ সময় আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করলে কোর্টে উপস্থিত এ্যাডভোকেট আল মামুন ভুইয়া আদালতকে উদ্দেশ্য করে বলেন, ‘জামিনযোগ্য ধারা, জামিন দেবেন না কেন?’ এ নিয়ে বাগ্বিত-ার এক পর্যায়ে বিচারক আইনজীবী আল মামুন ভুইয়াকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন। এ সময় উপস্থিত অন্য আইনজীবীরাও ফুঁসে উঠে আদালত গ্রেফতারের আদেশ দিতে পারেন না বলে প্রতিবাদ জানান। আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আইনজীবী এ্যাডভোকেট আল মামুন ভুঁইয়া সাংবাদিকদের জানান, বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে। আমি বিচারক ইসরাত জাহানের কাছে দুঃখ প্রকাশ করেছি।
×