ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতি প্রতিরোধে জনগণকে এগিয়ে আসতে হবে ॥ হোসে মোরিনো

প্রকাশিত: ০৮:৪৭, ১৮ অক্টোবর ২০১৬

দুর্নীতি প্রতিরোধে জনগণকে এগিয়ে আসতে হবে ॥ হোসে মোরিনো

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নিজ নিজ দেশের দুর্নীতি প্রতিরোধের পাশপাশি বৈশ্বিক দুর্নীতি প্রতিরোধে সরকারগুলোর সমন্বিত ও কার্যকর কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপার্সন হোসে কার্লস উগাজ সানজেস মোরিনো। দু’দিনের সফরের শেষ দিনে সোমবার বিকেলে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। দেশে দুর্নীতির বিরুদ্ধে আদালতে বিশ বছর পূর্তি উপলক্ষে টিআইবি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিআইবির মহাপরিচালক ইফতেখারুজ্জামান, চেয়ারপার্সন সুলতানা কামাল ও পরিচালক রেজওয়ানুল আলম প্রমুখ। দুদক চেয়ারম্যানের সঙ্গে টিআই চেয়ারম্যানের সাক্ষাত ॥ দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সাক্ষাত করেছেন টিআইর চেয়ারপার্সন হোসে কার্লোস উগাস। সোমবার দুদক প্রধান কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
×