ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুবাই টেস্টে পাকিস্তানের জয়

প্রকাশিত: ০৮:১৭, ১৮ অক্টোবর ২০১৬

দুবাই টেস্টে পাকিস্তানের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ দুবাইয়ে ডে-নাইট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬ রানের দারুণ জয় পেয়েছে পাকিস্তান। ৩৪৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ইনিংসে সোমবার পঞ্চম দিনের একেবারে শেষ বেলায় ২৮৯ রানে (১০৯ ওভার) অলআউট হয়। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচটা প্রায় জমিয়ে তুলেছিলেন ড্যারেন ব্রাভো। ১১৬ রান করা ব্রাভোকে নিজের বলে ফিরতি ক্যাচ বানিয়ে পাকিস্তানকে জয়ের পথে এগিয়ে নেন লেগস্পিনার ইয়াসির শাহ (২/১১৩)। মোহাম্মদ আমির নিয়েছেন ৩ উইকেট। লিও জনসন ৪৭, রোস্টন চেজের ৩৫ রান । অধিনায়ক জেসন হোল্ডার অপরাজিত থাকেন ৪০ রান করে। প্রথম ইনংসে তাদের সংগ্রহ ছিল ৩৫৭/১০। পাকিস্তান ৫৭৯/৩ ডিক্লে: ও ১২৩/১০। উপমহাদেশের মাটিতে প্রথম ও ইতিহাসের মাত্র দ্বিতীয় ডে-নাইট টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েন পাকিস্তানের আজহার আলী (প্রথম ইনিংসে ৩০২*)। পাশাপাশি নিজের ১৭তম ম্যাচে ১০০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শত-শিকারের তালিকায় নাম লেখান ইয়াসির। এ জয়ে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল মিসবাহ-উল হকের পাকিস্তান।
×