ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে মেসেজ পাঠাতে

প্রকাশিত: ০৫:২২, ১৮ অক্টোবর ২০১৬

হোয়াইট হাউসে  মেসেজ পাঠাতে

আমেরিকান সাধারণ নাগরিকরা যেন অতি সহজে প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারে সে লক্ষ্যে চলতি বছরের আগস্টে হোয়াইট হাউস একটি চ্যাটবোট (নেটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা) অবমুক্ত করেছিল। বলা হয়েছিল, এখন থেকে জনগণ সরাসরি হোয়াইট হাউসে মেসেজ বা মেল পাঠাতে পারবে। ক্ষমতাসীন হওয়ার পর ২০০৯ সাল থেকেই প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতি রাতে ১০টি চিঠি বা মেসেজ পড়ে আসছিলেন। মার্কিন প্রেসিডেন্টদের জনগণের কাছ থেকে আসা চিঠি পড়ার রেওয়াজ অনেক পুরনো। তবে ওবামার বিদায়ী প্রশাসন তা আরও সহজ করেছে। সর্বশেষ শুক্রবার হোয়াইট হাউসের চীফ ডিজিটাল অফিসার জ্যাসন গোল্ডম্যান চ্যাটবোটের নতুন একটি কোড প্রকাশ করেছেন। ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে অগুনতি মানুষ এখন সরাসরি প্রেসিডেন্টের কাছে বার্তা পাঠাতে পারবেন। ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষ থেকে হোয়াইট হাউসের সর্বশেষ এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলা হয়েছে এর ফলে জনগণের সঙ্গে প্রশাসনের দূরত্ব আরও কমবে। -সিএনএন।
×