ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গীর সঙ্গীদেরও রেহাই নেই, তাদের বিচার করা হবে ॥ ইনু

প্রকাশিত: ০৫:২১, ১৮ অক্টোবর ২০১৬

জঙ্গীর সঙ্গীদেরও রেহাই নেই, তাদের বিচার করা হবে ॥ ইনু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গীরা হলো সাপ। তাদের মাথায় আঘাত করতে হবে। তা না হলে তারা ছোবল মারবে। এখন দেশে জঙ্গীদের সঙ্গে যুদ্ধ চলছে। আমরা ইংরেজদের পরাজিত করেছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানীদের পরাজিত করেছি। জঙ্গীদেরও পরাজিত করব। তিনি বলেন, জঙ্গীর সঙ্গীদেরও রেহাই নেই, তাদেরও বিচার হবে। সোমবার সন্ধ্যায় রাজশাহীতে জঙ্গী ও সন্ত্রাসবিরোধী চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী ফিল্ম সোসাইটি ও ঋত্মিক ঘটক ফিল্ম সোসাইটি যৌথভাবে জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসবের আয়োজন করেছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ঋত্মিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডাঃ এফএমএ জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন প্রমুখ। তথ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্মকে রক্ষা করতে হলে জঙ্গীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রত্যেকটি ধর্মে শান্তির কথা বলা আছে। কিন্তু জঙ্গীরা ধর্মের নামে তাদের নিজস্ব মতবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। খালেদা জিয়াকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, তিনি হলেন রাজাকারের নেত্রী। শেখ হাসিনার সঙ্গে তাকে তুলনা করবেন না। জঙ্গীদের নির্মূলে যখন দেশের সব মানুষ ঐক্যবদ্ধ তখন খালেদা জিয়া জঙ্গীদের পক্ষ নিয়ে কথা বলেন। জঙ্গীদের মদদদাতারাও রক্ষা পাবে না, তাদেরও বিচার হবে। তিন দিনব্যাপী এই উৎসবে জঙ্গী ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জঙ্গীবিরোধী চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
×