ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এক তথ্য বাতায়নে মিলবে দেশের সব আদালতের তথ্য, ২৪ ডিসেম্বর পোর্টাল উদ্বোধন

প্রকাশিত: ০৫:১৬, ১৮ অক্টোবর ২০১৬

এক তথ্য বাতায়নে মিলবে দেশের সব আদালতের তথ্য, ২৪ ডিসেম্বর পোর্টাল উদ্বোধন

বিকাশ দত্ত ॥ দেশের সমস্ত আদালতের তথ্য পাওয়া যাবে একটি তথ্য বাতায়নে। সে লক্ষ্যে সুপ্রীমকোর্ট কর্মকর্তাদের ট্রেনিং দিচ্ছে। দেশের ৬৪ জেলা জজ আদালতে তথ্য বাতায়নের কাজ শেষ হয়েছে। জুডিশিয়াল বাতায়নে বিচার বিভাগ সংশ্লিষ্ট আইন কমিশন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, জুডিশিয়াল সার্ভিস কমিশন ও আইন মন্ত্রণালয়সহ সকল প্রতিষ্ঠানের লিংক থাকবে। সব আদালতের দৈনিক কার্যক্রম, বিচার বিভাগীয় কর্মকর্তার ব্যক্তিগত, কারাগার, মানবাধিকার সংস্থা, লিগ্যাল এইড কার্যালয়ের তথ্য ও ফোন নম্বর, মামলা করার পদ্ধতি ও পরিসংখ্যান, কোর্ট ফি, বিচারিক কর্মকর্তার বদলির সব তথ্য থাকবে এই বাতায়নে। আইন-কানুনেরও তথ্য থাকবে। এতে যেকোন প্রান্তের মানুষ ইন্টানেটের মাধ্যমে মামলা সম্পর্কে জানতে পারবেন। আগামী ২৪ ডিসেম্বর তথ্য বাতায়নের পোর্টালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সুপ্রীমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। তিনি আরও বলেন ওই দিন বিচারবিভাগীয় সম্মেলন সামনে রেখে এটি করা হবে। এর আগে ২০১১ সালের ১৫ মে একটি ওয়েবসাইট (িি.িনফপড়ঁৎঃং.মড়া.নফ) চালু করা হয়েছিল। এ ওয়েবসাইটের উদ্দেশ্য ছিল সুপ্রীমকোর্টের সঙ্গে সমন্বয় রেখে ঢাকার নিম্ন আদালতের মামলার তথ্য বিচারপ্রার্থীর মাঝে সরবরাহ করা। একই সঙ্গে দেশের সব আদালতের বিচারিক তথ্য এ ওয়েবসাইটে থাকার কথা ছিল। ওয়েবসাইটে ঢাকা ছাড়া চট্টগ্রাম, খুলনা, কিশোরগঞ্জ ও রাঙ্গামাটি আদালতের মামলার কিছু তথ্য রয়েছে। প্রকৃতপক্ষে এ ওয়েবসাইটের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। ফলে সবাই ইন্টারনেট ব্যবহার করে নিজের মামলা সম্পর্কে জানতে পারছেন না। এজন্য একটি মাত্র তথ্য বাতায়ন থেকে যেন মামলার সব তথ্য পাওয়া যায়, সেজন্য জুডিশিয়াল বাতায়ন চালু করা হচ্ছে। দেশের সব আদালতের মামলার যাবতীয় তথ্য এ বাতায়নে থাকবে। ২৪ ডিসেম্বর জুডিশিয়াল পোর্টাল বা অন্য কোন নামে একটি তথ্য বাতায়ন চালু হবে। এটিকে ওয়েবসাইটও বলা যেতে পারে। যেখান থেকে বিচার বিভাগীয় যাবতীয় তথ্য পাবেন বিচারপ্রার্থীরা। ফলে বিচার বিভাগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা আরও জোরদার হবে। বিচারিক কার্যক্রমে গতিশীলতা আসবে। মামলা নিষ্পত্তির সংখ্যা বাড়বে। সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জনকণ্ঠকে বলেন, বিচার বিভাগের সামগ্রিক তথ্য বাতায়ন নেই। ইন্টারনেটে সিলেটের কয়েকটি আদালতের তথ্য পাওয়া যায়। তাই সারাদেশের আদালতের কার্যক্রম সম্পর্কে যেন একজন মানুষ এক ক্লিকেই জানতে পারেন, সে জন্য জুডিশিয়াল তথ্য বাতায়ন চালু করা হবে। এতে দুর্নীতি কমবে, মামলা নিষ্পত্তির সংখ্যা আরও বাড়বে। বিচারপ্রার্থীর ভোগান্তি কমবে। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় জানায়, সুপ্রীমকোর্র্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে সব জেলা আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবগত করতে একটি জুডিশিয়াল পোর্টাল চালু করা হবে। এজন্য সুপ্রীমকোর্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে। ওয়েব পোর্টালটির সম্ভাব্য নাম দেয়া হয়েছে-যেটা জুডিশিয়াল পোর্টাল (িি.িলঁফরপরধষ.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ) নামে খ্যাত। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সুপ্রীমকোর্ট জুডিশিয়াল তথ্য বাতায়নটির দেখভাল করবে। পরে এককভাবে সুপ্রীমকোর্ট প্রশাসন তথ্য বাতায়নটি তত্ত্বাবধান করবে। এছাড়া ৬৪ জেলা আদালতে থাকবে বাতায়নের জেলা নিয়ন্ত্রণ কেন্দ্র। এ কেন্দ্রের দায়িত্বরতরা প্রতিনিয়ত তথ্য হাল-নাগাদ করবেন।
×