ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আড়িয়ল বিলে ফের বিমানবন্দর নির্মাণের উদ্যোগ!

প্রকাশিত: ০৫:১৬, ১৮ অক্টোবর ২০১৬

আড়িয়ল বিলে ফের বিমানবন্দর নির্মাণের উদ্যোগ!

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ থেকে ॥ ফের আড়িয়ল বিলেই বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। এমন গুঞ্জন এখন আড়িয়ল বিল এলাকাসহ শ্রীনগরের সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে। গত কয়েকদিনে বিল এলাকায় ঘন ঘন হেলিকপ্টারের চক্কর বিলবাসীর মধ্যে এ ধারণার জন্ম দিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের পক্ষে জনমত গঠনের জন্য সরকারদলীয় লোকজন উপজেলার বাড়ৈখালী ও দয়হাটা টেক্কা মার্কেট এলাকায় দুটি সমাবেশ করায় এবং বড় সমাবেশের প্রস্তুতি নেয়ায় এ ধারণা বিল এলাকায় জোরালো হচ্ছে। বিল রক্ষা আন্দোলন কমিটির নেতাদের কথায়ও এমন ইঙ্গিত পাওয়া গেছে। আন্দোলনকারীদের অনেকেই মনে করছেন সরকারী দলের লোকজন আন্দোলনে সম্পৃক্ত থেকে সরকারের সিদ্ধান্ত প্রতিহত করেছিল। এতে দলীয়ভাবে স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের ইমেজের যে ক্ষতি হয়েছে তা ফিরিয়ে আনার জন্যই এখন আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের দাবি জানানো হচ্ছে। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা শারমিন জানান, সরকার ২০১১ সালে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার পর ফের আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের বিষয়ে এখনও পর্যন্ত কোন রকম নির্দেশনা তাদের কাছে আসেনি। গত কয়েকদিনে বিল এলাকায় সরজমিনে ঘুরে এবং বিল আন্দোলন রক্ষা কমিটির নেতাদের সঙ্গে আলাপ করে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেকেই তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসেছেন। আড়িয়ল বিল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান জিয়ন জানান, এর আগে সরকার বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নেয়ার সময় বিলবাসীর সঙ্গে কোন রকম আলোচনা করেনি। বেশিরভাগ মানুষ আন্দোলন করেছে তাদের ভিটেবাড়ি রক্ষার জন্য, জমি রক্ষার জন্য নয়। ওই আন্দোলনের পর ২২ হাজার লোককে আসামি করে মামলা করে সরকার। এখন যদি সরকার আমাদের মামলা উঠিয়ে নেয় এবং জমির ন্যায্য মূল্য দেয় তাহলে আমরা বিলবাসী আমাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করে দেখতে পারি। তবে তা একক সিদ্ধান্তের বিষয় নয়, সবাইকে নিয়ে বসেই সিদ্ধান্ত নিতে হবে। সরকার ২০১১ সালে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করলে খোদ সরকার দলীয় লোকজন এর বিরোধিতা শুরু করে এবং আড়িয়ল বিল রক্ষা কমিটি গঠন করে। এ কমিটির আহ্বায়ক হন বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের ওই সময়কার সহ-সভাপতি শাহজাহান বাদল। আন্দোলনকারীদের মধ্যে অন্যতম ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মাস্টার। তাদের নেতৃত্বে আন্দোলনের একপর্যায়ে ২০১১ সালের ৩১ জানুয়ারি ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া এলাকায় বিলবাসী ও পুলিশের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। পরে প্রধানমন্ত্রী ঘোষণা দেন জনগণ না চাইলে আড়িয়ল বিলে বিমানবন্দর হবে না। সরকারের উদ্যোগটি ভেস্তে যাওয়ার ৬ মাস পর স্থানীয় সাংসদ জানান, সরকার তার প্রকল্পটি বাতিল করেনি, স্থগিত করেছে। আন্দোলনের চার বছরের মাথায় ২০১৫ সালের ২৮ অক্টোবর এমপি সুকুমার রঞ্জন ঘোষ ভিডিও কনফারেন্সে নিজেদের ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে ফের আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, এর পর থেকে এমপির নির্দেশনায় দলীয় নেতাকর্মীরাও ভেতরে ভেতরে জনমত গঠনের কাজ শুরু করে। ওই সূত্রটি আরও দাবি করে, তাড়াহুড়ো করে বিমানবন্দর নির্মাণ প্রকল্প হাতে নেয়া, সেখানে জমি অধিগ্রহণের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের বাড়াবাড়ির কারণে আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও নেতাদের সঙ্গে বিলবাসীর যে দূরত্ব তৈরি হয়েছিল তা ইতোমধ্যে কেটে গেছে। সরজমিনে ঘুরে দেখা গেছে, আন্দোলনের চার বছরের মধ্যে পাল্টে গেছে বিল এলাকার চিত্র। বিল এলাকার ছয় কিলোমিটারের মধ্যে শুরু হয়েছে পদ্মা সেতু নির্মাণের মহাযজ্ঞ। ঢাকা-মাওয়া মহাসড়ককে চারলেনে উন্নীতকরণের কাজও শুরু হয়েছে। রেললাইন স্থাপনের কাজও অচিরেই শুরু হওয়ার কথা। এসব কাজকে সামনে রেখে আড়িয়ল বিলে শুরু হয়েছে ভূমিদস্যুদের থাবা। কয়েকটি হাউসিং কোম্পানি উমপাড়া, কেয়টখালী, হাসাড়া ও পাকিরা পাড়া এলাকায় মহাসড়ক থেকে পশ্চিম দিকে প্রায় দেড় কিলোমিটার এলাকায় জমি কিনে সাইবোর্ড গেড়ে জানান দিচ্ছে নগরায়নের। দ্রুত দৃশ্যপট পাল্টানোর কারণে সাধারণ কৃষকদের ভাষায় বিল আর বিল থাকছে না। এ কারণে বিমানবন্দর নির্মাণের বিরোধিতাকারীর অনেকেই তাদের অবস্থান থেকে সরে এসে এখন আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের জন্য ন্যায্য মূল্যে সরকারকে জমি দিতে চাচ্ছেন। এর উল্টো চিত্রও রয়েছে। বিলটিতে অনেক খাস জমি রয়েছে। যারা এর ভোগদখলে আছেন তারা কোনভাবেই চান না আড়িয়ল বিলে বিমানবন্দর হোক। অপরদিকে গত পাঁচ বছরেও সরকার বিমানবন্দর নির্মাণের জন্য স্থান নির্বাচন করতে পারেনি। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকার ইতোমধ্যে জাপান সরকারের সঙ্গে চুক্তি করেছে। কয়েক দিনের হেলিকপ্টারের ঘোরাঘুরিতে বিলবাসীরা ধারণা করছে এটা সম্ভাব্যতা যাচাইয়েরই অংশ। এ ব্যাপারে আড়িয়ল বিল রক্ষা কমিটির আহ্বায়ক শাহজাহান বাদল জানান, বিল আন্দোলন মামলায় ২২ হাজার লোককে আসামি করে যে মামলা হয়েছে, তাতে প্রায় ২০০ জনকে চার্জশীটভুক্ত করেছে পুলিশ। আড়িয়ল বিলে হেলিকপ্টারের ঘোরাঘুরি ও সরকারদলীয় লোকদের সভা-সমাবেশ থেকে ধারণা করছি কিছু একটা হয়েছে। তাছাড়া ফের বিমানবন্দর নির্মাণ করার উদ্যোগ নেয়ার বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। বিষয়টি নিয়ে আমরা দু-একদিনে মধ্যে ঢাকায় মিটিংয়ে বসব।
×