ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসলাম চৌধুরীর বন্ধকী সম্পত্তি নিলামে উঠছে ২৬ অক্টোবর

প্রকাশিত: ০৫:১৬, ১৮ অক্টোবর ২০১৬

আসলাম চৌধুরীর বন্ধকী সম্পত্তি নিলামে উঠছে ২৬ অক্টোবর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ব্যাংকের ১৪৯ কোটি টাকা পাওনা অনাদায়ের দায়ে নিলামে উঠছে মোসাদ কানেক্টেড বিএনপি নেতা আসলাম চৌধুরীর বন্ধকী সম্পদ। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পাহাড়তলী শাখা থেকে তার মালিকানার প্রতিষ্ঠান এই ঋণ নিয়েছিল। নির্দিষ্ট মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর ব্যাংকের পক্ষ থেকে বার বার তাগাদা দেয়া সত্ত্বে¡ও তিনি অর্থ পরিশোধে অসমর্থ হন। অতঃপর অর্থঋণ আদালত আইনের বিধান অনুসারে নিলামে উঠছে তার সম্পদ। আগামী ২৬ অক্টোবর নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিএনপি নেতা আসলাম চৌধুরীর মালিকানার প্রতিষ্ঠান মেসার্স ৭/বি এ্যাসোসিয়েটস এর নামে স্ট্যান্ডার্ড ব্যাংক পাহাড়তলী শাখা থেকে ঋণ গ্রহণ করা হয়েছিল, যা সুদাসলে ১৪৮ কোটি ৮৭ লাখ টাকা ছাড়িয়ে যায়। এ ঋণের বিপরীতে তিনি সীতাকু- এলাকার বিভিন্ন স্থানের ৮ একর ৩৩ শতক ভূমি বন্ধক রাখেন। জাহাজভাঙ্গা শিল্পের জন্য তিনি এ ঋণ নিয়েছিলেন। আসলাম চৌধুরীর মালিকানার এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পূবালী ব্যাংকেরও ৮টি মামলা রয়েছে। ঋণের বিপরীতে প্রদান করা চেক নগদায়ন না হওয়ায় ওই মামলাগুলো দায়ের হয় চেক প্রতারণার অভিযোগে। জাহাজভাঙ্গা শিল্পে ধসের কারণে ঋণ পরিশোধ করা সম্ভব হয়নি বলে জানানো হয় আসলাম চৌধুরীর মালিকানার প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
×