ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌমাছির বিষে সারবে আর্থারাইটিস

প্রকাশিত: ০৫:১১, ১৮ অক্টোবর ২০১৬

মৌমাছির বিষে সারবে আর্থারাইটিস

আর্থারাইটিস ভাল হবে মৌমাছির বিষের তৈরি ইনজেকশনে। ইঁদুরের ওপর চালানো গবেষণার পর এমনই তথ্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের গবেষকরা। বিশ্বে প্রায় ৩৫ কোটি মানুষ আর্থারাইটিসে ভুগছে। মৌমাছির বিষ থেকে নেয়া পেপটাইড দিয়ে ন্যানোকণিকা তৈরি করেছেন গবেষকরা। মেলিটটিন নামের এ পেপটাইডে রয়েছে প্রদাহনাশক শক্তিশালী ক্ষমতা, যাতে দেহের নরম অস্থি ধ্বংস ঠেকানো সম্ভব হবে। হাড়ে মারাত্মক আঘাত পাওয়ার পর এটি দেয়া হলে আর্থারাইটিস হওয়ার আশঙ্কা ঠেকানো যাবে। -ডেইলি মেইল
×