ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মসুল পুনরুদ্ধারে ইরাকী বাহিনীর অভিযান শুরু

প্রকাশিত: ০৫:১১, ১৮ অক্টোবর ২০১৬

মসুল পুনরুদ্ধারে ইরাকী বাহিনীর অভিযান শুরু

ইসলামিক স্টেটের (আইএস) কবল থেকে ইরাকী শহর মসুল পুনরুদ্ধারের লক্ষ্যে এক সামরিক অভিযান শুরু করা হয়েছে বলে ঘোষণা করেছেন ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সোমবার ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে আবাদি বলেন, দায়েসের (আইএস) সন্ত্রাস ও অত্যাচার থেকে আপনাদের মুক্ত করার জন্য আজ আমি একটি বীরোচিত অভিযান শুরুর ঘোষণা দিচ্ছি। স্বাধীনতা ও মুক্তি উদযাপনের জন্য আমরা শীঘ্রই মসুলের মাটিতে মিলিত হব। খবর বিবিসির। টেলিভিশনে এ ভাষণ দেয়ার সময় ইরাকী সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডাররা আবাদির পেছনে দাঁড়িয়ে ছিলেন। বহু প্রতীক্ষিত মসুল অভিযানে কুর্দি পেশমেরগা, ইরাকী সরকারী বাহিনীর ও তাদের মিত্র বাহিনীগুলো অংশ নিচ্ছে। এসব বাহিনীকে আইএসের বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী সমর্থন দিচ্ছে। জোট বাহিনী স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলা চালিয়েও সমর্থন দিচ্ছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ২০১৪ সাল থেকে আইএসের নিয়ন্ত্রণে আছে। শহরটিতে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করে।
×