ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়া প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের হুমকি

রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে

প্রকাশিত: ০৫:১১, ১৮ অক্টোবর ২০১৬

রাশিয়ার বিরুদ্ধে আরও  নিষেধাজ্ঞা আরোপ  করা হবে

সিরিয়া ইস্যুতে রাশিয়ার অবস্থান পাল্টাতে রবিবার দেশটির ওপর চাপ দিতে নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতারা। তারা বলেন, সিরিয়ায় পাঁচ বছরের বেশি সময় ধরে চলমান সংঘাত অবসানে সহায়তা করার দায়িত্ব রাশিয়ার রয়েছে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও বিবিসির। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন অবশ্য সিরিয়ার গৃহযুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়টি বাদ দেননি। তবে তারা বলছেন, এজন্য ইউরোপ বা পশ্চিামাদের সামান্যই আগ্রহ রয়েছে। এখন যে অবস্থা, তাতে তারা যুদ্ধ অবসানে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে। বর্তমান অবস্থাকে ‘সবচেয়ে বড় মানাবিক বিপর্যয়’ অভিহিত করে জন কেরি বলেন, রাশিয়ার বোঝা দরকার যে, রাজনৈতিক সমাধান ছাড়া এ যুদ্ধ সমাপ্ত হতে পারে না। তিনি আরও বলেন, আলেপ্পোয় প্রতিদিনই মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে। অস্ত্রবিরতি পালন করে মানবতা ও সিরিয়ার জনগণের স্বার্থে সঠিক কাজটি করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান বরিস জনসন। তিনি বলেন, এখন অস্ত্রবিরতি প্রয়োজন এবং এর অর্থ দাঁড়ায় জেনেভায় আবার আলোচনার টেবিলে ফিরে যাওয়া। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (সিরিয়া-রাশিয়া) চাপ অনুভব করতে শুরু করেছে এবং আমাদের সে চাপ আরও বাড়ানো অপরিহার্য।
×