ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়াজ করবে ককেশীয় কিশোরীর মতো

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্মার্টফোন এ্যাপ

প্রকাশিত: ০৫:১১, ১৮ অক্টোবর ২০১৬

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার  করে স্মার্টফোন এ্যাপ

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রযুক্তি দুনিয়ায় এসেছে স্মার্টফোনের নতুন একটি এ্যাপ। এই এ্যাপ আওয়াজ করবে ঠিক একজন ককেশীয় কিশোরীর মতো। কম্পিউটার সায়েন্সের আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক জেসন মার্স। তিনি একটি প্রযুক্তি কোম্পানিও চালান। যখন তার কোম্পানির আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট (এআই) স্মার্টফোন এ্যাপ কথা বলল তখন তিনি বললেন, ‘এটি ঠিক ককেশীয় কিশোরীর মতোই আওয়াজ করে।’ -ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস। জেসন মার্স বলেন, ‘একজন কৃষ্ণাঙ্গ সতীর্থের কথার মতো কথা শুনতে পাওয়া বেশ মজার হবে। তবে আমরা কোন সংঘাত বাঁধাতে চাই না। আমাদের প্রথমে পণ্য বিক্রি করা দরকার।’ মার্সের কোম্পানি কনভারসেশনাল কম্পিউটিং নামে খ্যাত বিকাশমান উচ্চ প্রযুক্তি জগতের একটি অংশ। এই প্রযুক্তি এ্যাপলের আইফোনের সিরি সিস্টেম ও এ্যামাজনের এ্যালেক্সার মতো প্রোগ্রামের মাধ্যমে জনপ্রিয় হচ্ছে। কনভারসেশনাল কম্পিউটিং জাতি ও লিঙ্গ নিয়ে সমাজের অনেক পূর্বেকার ধারণার প্রতিচ্ছবি বহন করছে। লিসেনিং ও টকিং কম্পিউটারের নতুন ইনপুট ও আউটপুট ডিভাইস। কিন্তু এগুলোর রয়েছে সামাজিক ও আবেগীয় মাত্রা, যেটি কখনও কম্পিউটারের কিবোর্ড ও স্ক্রিনে দেখা যায়নি। উদাহরণস্বরূপ বলা যায়, কেন এত বেশি লোক এমন একটি কণ্ঠস্বর শুনতে চায় যা ঠিক একজন কিশোরীর মোহনীয় স্পষ্ট কণ্ঠস্বরের মতো? যেখানে ব্যবসা জড়িত সেখানে সমস্যা তৈরি করে। অনেকের কাছে প্রাথমিকভাবে উত্তর স্পষ্ট। উদাহরণস্বরূপ মাইক্রোসফটের এআই ভয়েস সিস্টেম হচ্ছে কর্টানা এবং ভিডিও গেম ‘হ্যালো’তে এটি একজন নারী চরিত্রের কণ্ঠস্বর।
×