ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘হিলারির যোগসাজশে মিডিয়া কল্পকাহিনী প্রচার করছে’

নির্বাচন কারচুপিপূর্ণ ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৫:১০, ১৮ অক্টোবর ২০১৬

নির্বাচন কারচুপিপূর্ণ ॥ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার পক্ষপাতিত্ব ও ব্যালট বাক্সে প্রতারণার কারণে নির্বাচন তার বিরুদ্ধে কারচুপিপূর্ণ হয়ে উঠছে বলে তার অভিযোগ আরও জোরালো কণ্ঠে ব্যক্ত করেছেন। এর আগে তার রানিংমেট মাইক পেন্স রিপাবলিকানরা মিডিয়ার পক্ষপাতিত্ব সত্ত্বেও ৮ নবেম্বরের নির্বাচন ফলাফল মেনে নেবে বলে আশ্বাস দিয়ে ট্রাম্পের সুর নরম করে দেখান। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। এদিকে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনের রানিংমেট টিম কেইন রবিবার অভিযোগ করেন যে, রুশ সরকার হিরারির প্রচার শিবিরের ই-মেইল হ্যাক করে নির্বাচনকে ট্রাম্পের অনুকূলে প্রভাবিত করার চেষ্টা করছে। কেইন ট্রাম্পের নির্বাচনী কারচুপির দাবিকে ‘ভয় সৃষ্টির কৌশল’ বলে সমালোচনা করেন। আবার ট্রাম্পের উপদেষ্টা রুডিগুইলিয়ানি প্রতারণার দায়ে ডেমোক্র্যাটদের অভিযুক্ত করেন। যখন ট্রাম্প কোন কোন বড় বড় অঙ্গরাজ্যে জরিপে পিছিয়ে পড়ছেন, তখন দুপক্ষ থেকেই অভিযোগ-পাল্টা অভিযোগ তোলা হচ্ছে। নতুন ওয়াল স্ট্রিট জার্নাল এনবিসির নিউজ জরিপে হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের তুলনায় ৪৮-৩৭% অর্থাৎ শতকরা ১১ পয়েন্টে এগিয়ে আছেন। অন্য অধিকাংশ মিডিয়া জরিপে হিলারি এর চেয়ে কম ব্যবধানে এগিয়ে আছেন বলে দেখানো হয়। ট্রাম্প কয়েকটি টুইটেই নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি রবিবার টুইট করেন, প্রতারক ও বিকৃত রুচি মিডিয়ার অসৎ হিলারির প্রতি সমর্থনের কারণেই নয়, অনেক ভোট কেন্দ্রেও নির্বাচন সম্পূর্ণ কারচুপিপূর্ণ হয়ে পড়ছে। এটি দুঃখজনক। এর আগে ট্রাম্প সঠিক নয় এমন সংবাদ পরিবেশনের দায়ে সংবাদপত্রকে অভিযুক্ত করে। তিনি বলেন, মিডিয়া হিলারির প্রচার শিবিরের সঙ্গে যোগসাজশে কখনও সংবাদ হয়নি এমন সব কাহিনী প্রচার করে নির্বাচনকে কারচুপিপূর্ণ করে তুলছে। কিন্তু এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে পেন্স বলেন, আমেরিকান জনগণ জাতীয় মিডিয়ার স্পষ্ট পক্ষপাতিত্ব দেখে ক্লান্ত। এটিই কোন কারচুপিপূর্ণ নির্বাচনের ধারণা করার কারণ। কিন্তু তিনি বলেন, আমরা নির্বাচনের ফলাফল সম্পূর্ণভাবেই মেনে নেব। তিনি আরও বলেন, নির্বাচন সব সময়ই কিছুটা খারাপ রূপ নেয়। তিনি বলেন, তবে যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্য রয়েছে। এদিকে নিউইয়র্কের সাবেক মেয়র রুডিগুইলিয়ারি সিএনএনের স্টেট অব দি ইউনিয়ন অনুষ্ঠানে বলেন যে ফিলাডেলফিয়া ও শিকাগোর মতো কোন কোন অঙ্গরাজ্যের নির্বাচন নিরপেক্ষ হতে যাচ্ছে, একথা বিশ্বাস করতে হলে তাকে বোকা হতে হবে। তিনি বলেন, রিপাবলিকানরা প্রতারণা করেন এমন খুব কম পরিস্থিতিই আমি দেখেছি। শহরগুলোর কেন্দ্রস্থলকে ডেমোক্র্যাটরা যতখানি নিয়ন্ত্রণ করেন, রিপাবলিকানরা তা করেন না। যদি রিপাবলিকানরা শহরগুলোর কেন্দ্রস্থল নিয়ন্ত্রণ করতেন, তবে হয়তো তারা ডেমোক্র্যাটদের মতোই প্রতারণা করতেন। তিনি আরও বলেন, আমাকে দুঃখের সঙ্গে বলতে হয়, মৃত ব্যক্তিরা সাধারণত রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের পক্ষেই ভোট দেন। অন্যান্য রিপাবলিকানের মধ্যে প্রতিনিধি পরিষদের স্পীকার পলরায়ান নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় ট্রাম্পের সমালোচনা করেন। ট্রাম্প সমর্থক রিপাবলিকানরা মিডিয়ার ষড়যন্ত্র সক্রিয় রয়েছে বলে রবিবার যুক্তি দেখান। তারা বলেন, ট্রাম্পের বিরুদ্ধে ক্রমবর্ধমান সংখ্যক নারীর উত্থাপিত যৌন অসদাচরণের অভিযোগের মধ্যে হিলারির ভাবমূর্তির ক্ষতি করছে উইকিলিকসের এমন তথ্য বহুলাংশে এড়িয়ে যাওয়া হচ্ছে। ট্রাম্প ঐ সব অভিযোগ অস্বীকার করেন। পেন্স রবিবার এনবিসির সঙ্গে সাক্ষাতকার সময় বড় বড় চাঁদাদাতাকে সাবেক সিনেটর ও পররাষ্ট্রমন্ত্রী হিলারির কাছে প্রবেশাধিকার পেতেন উইকিলিকসের সম্প্রতি প্রকাশিত হিলারির শিবিরের ই-মেইলগুলো সেই তার সংকেত বলে অভিহিত করেন।
×