ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৫-০ দেখছেন সৌরভ!

প্রকাশিত: ০৫:১০, ১৮ অক্টোবর ২০১৬

৫-০ দেখছেন সৌরভ!

স্পোর্টস রিপোর্টার ॥ একটি মাত্র ওয়ানডে হয়েছে, তাতে কিউইদের উড়িয়ে দিয়ে এগিয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। সিরিজের ফলটা এখনই ৫-০ দেখতে পাচ্ছেন সৌরভ গাঙ্গুলী! কলকাতার দাদা বাবু বলেন, ‘টেস্ট সিরিজের পর ধর্মশালার ম্যাচটাও আমি দেখেছি। নিউজিল্যান্ডের প্রতি সম্মান রেখেই বলছি, এই সিরিজেও ওদের কোন আশা নেই। কিউদের মধ্যে ভারতকে হারানর কোন তাগিদই তো নেই! মহেন্দ্র সিং ধোনির দল সিরিজটা ৫-০তে জিতলেও অবাক হব না।’ তিনি আরও যোগ করেন, ‘মার্টিন গাপটিলের ব্যাটিং দেখে মনে হয়েছে পেস আক্রমণ মোকাবেলা করতে পারছে না। কেন উইলিয়ামসন আর রস টেইলরের মতো ব্যাটসম্যানও হতাশ করছে।’ শেখ রাসেল টেবিল টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ ‘সকল শিশুর জন্য খেলাধুলা’ এই সেøাগানকে সামনে রেখে প্রথমবারের মতো দেশের ৪১টি স্কুলের মোট ২৬০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে আজ থেকে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের কোর্টে গড়াচ্ছে শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা ২০১৬। চারদিনের এই টুর্নামেন্ট চলবে ২১ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটির আয়োজক দেশের স্বনামধন্য ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র। আর টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা সিমেন্ট। শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতায় দেশের চারটি স্কুল থেকে মোট ২৫ জন প্রতিবন্ধী খেলোয়াড়ও অংশ নিচ্ছেন। টুর্নামেন্টে প্রতিবন্ধীদের অংশগ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টরা জানান, ‘প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করছেন। তাকে অনুসরণ করেই টুর্নামেন্টে প্রতিবন্ধীদের অংশগ্রহণের বিষয়টি রাখা হয়েছে। আর এখন থেকে প্রতিবছরই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।’ আজ ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মদিনে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোটারি রানিং শিল্ড ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ নেপালের হেটাটুডায় আগামী ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ৪০+ রোটারি ফুটবল রানিং শিল্ড টুর্নামেন্ট। এ আসরে ১৬টি দল অংশ নেবে। হেটাটুডার সিদ্ধার্থ উচ্চ মাধ্যমিক স্কুল মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এ আসরে অংশ নিতে রবিবার একজন ম্যানেজার ও একজন কর্মকর্তাসহ মোট ১৭ সদস্যের বাংলাদেশ দল বিকেলেই নেপালের উদ্দেশে ঢাকা ছেড়েছে। মোঃ আতাউর রহমান খান ম্যানেজার এবং সামছুল আবেদিন কর্মকর্তা হিসেবে থাকছেন। দলের খেলোয়াড়রা হচ্ছেনÑ ইমতিয়াজ আহমেদ নকিব (অধিনায়ক), মোঃ ফেরদৌস ফারুক, মোঃ জালালউদ্দিন, মোঃ জাকির হোসেন, মোঃ আরমান, মোহাম্মদ মুরাদ আহমেদ, আতিকুল ইসলাম তারিক, মোঃ রেজাউল করিম, সাইফুল রহমান মনি, মোঃ মাসুদ রানা, নাসিম এহসান আরিফ, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সালাউদ্দিন খান, রিয়াদ মাহমুদ ও সাইদ কুতুব উদ্দিন।
×