ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোলাগুলিতে টাইসনের মেয়ে খুন

প্রকাশিত: ০৫:০৯, ১৮ অক্টোবর ২০১৬

গোলাগুলিতে টাইসনের মেয়ে খুন

স্পোর্টস রিপোর্টার ॥ খুন হলো আমেরিকার কিংবদন্তি স্প্রিন্টার টাইসন গে’র মেয়ে ট্রিনিটি গে। গলায় গুলি লেগে মারা যায় ১৫ বছরের মেয়ে ট্রিনিটি গে। রবিবার সকালে কেন্টাকির একটি রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিলেন ট্রিনিটি গে। সেখানে পার্কিং লটে দুটি গাড়ির মধ্যে গোলাগুলি চলছিল। তার মধ্যেই পড়ে যান টাইসনের মেয়ে। গুলি খেয়ে মাটিতে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা সেখানেই তাকে মৃত ঘোষণা করেন। টাইসন থাকেন লেক্সিংটনে। মেয়ের মৃত্যুর খবরে ভেঙ্গে পড়েছেন তিনি। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে টাইসন গে বলেন, ‘আমি বিভ্রান্ত। বুঝতে পারছি না যে কিভাবে এই ঘটনা ঘটল। কয়েকদিন আগেও সে ছুটিতে বাড়িতে এসেছিল।’ এ ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীদের ধরতে শহরজুড়ে অভিযানে নেমেছে কেন্টাকির পুলিশ। এদিকে ত্রিনিটি গে’র এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন মার্কিন ও বিদেশী এ্যাথলেটরা। উসাইন বোল্টের পর বিশ্বের দ্রুততম মানব হিসেবে বিবেচিত টাইসন গে। গত আগস্টে ব্রাজিলের রাজধানী রিও অলিম্পিকেও পারফর্ম করেন তিনি। বিশ্ব এ্যাথলেটিক্সে একাধিক পদক জয়ের স্বাদ পেয়েছেন গে। এক শ’ মিটার স্প্রিন্টে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্রুততম মানব টাইসন গে। তার হাত ধরে মেয়ে ট্রিনিটি গেও এ্যাথলেটিক্সে নাম লেখান। স্কুল মিটে নিয়মিতই অংশগ্রহণ করতেন ১৫ বছরের ট্রিনিটি।
×