ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদের জয়ে ফেরার লড়াই

প্রকাশিত: ০৫:০৭, ১৮ অক্টোবর ২০১৬

রিয়াল মাদ্রিদের জয়ে  ফেরার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ে ফেরার লক্ষ্য নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা ‘এফ’ গ্রুপের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে পোলিশ ক্লাব লেজিয়া ওয়ারশ’র বিরুদ্ধে। গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে পর্তুগালের স্পোর্টিং সিপি ও জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড। ‘ই’ গ্রুপের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ রাতে। মুখোমুখি হবে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কো-ফ্রান্সের মোনাকো ও জার্মানির বেয়ার লেভারকুসেন-ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার। ‘জি’ গ্রুপে টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নামছে লিচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন। অপর ম্যাচে লড়বে বেলজিয়ামের ক্লাব ব্রুগে-পর্তুগালের এফসি পোর্তো। ‘এইচ’ গ্রুপে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব-স্পেনের সেভিয়া ও ফ্রান্সের লিঁও-ইতালির জুভেন্টাস। এবার ইউরোপা সেরার লড়াইয়ে এখন পর্যন্ত তেমন সুবিধা করতে পারেনি রিয়াল। বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের স্পোর্টিংয়ের বিরুদ্ধে জয় পায় অনেকটা ভাগ্যগুণে। হারতে হারতে শেষ সময়ের দুই গোলে জয় পায় স্প্যানিশ পরাশক্তিরা। বরুসিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আর পেরে ওঠেনি জিনেদিন জিদানের দল। এবার জার্মান ক্লাবটির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে। আজ নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে তাই জয়ের লক্ষ্যে মাঠে নামছে রিয়াল। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল। যে কারণে বড় জয়ের স্বপ্নই বুনছে গ্যালাক্টিকো শিবির। তবে রিয়াল কোচ ওয়ারশ’কে খাটো করে দেখছেন না। জিদান বলেন, আমাদের প্রথম দুই ম্যাচ ভাল যায়নি। এ কারণে কোন দলকেই হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই। তবে ভাল দিক, লা লিগায় আগের ম্যাচ জিতে ছেলেরা আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। আগের ম্যাচে সিগনাল ইদুনা পার্কে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয় রিয়াল। অথচ ম্যাচে দুইবার প্রথম গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। এর ফলে রিয়ালের বিপক্ষে শেষ ছয় ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখে ডর্টমুন্ড। জয়ের খুব কাছাকাছি গিয়েও জয়বঞ্চিত হওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন রিয়ালের কোচ জিদান। তিনি বলেছিলেন, ম্যাচ শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে যদি আপনি গোল খান তাহলে তা খুবই দুঃখজনক। তবে দুইবার পিছিয়ে পড়েও গোল করে ম্যাচে ফেরাটাকে দলীয় সাফল্য হিসেবেই দেখেন ডর্টমুন্ডকে সমতায় ফেরানোর নায়ক আন্দ্রে শুরলে। তিনি বলেছিলেন, রিয়াল মাদ্রিদের মতো দলের বিরুদ্ধে দুইবার ফিরে আসার অনুভূতিটা সত্যিই অসাধারণ। এটা দলকে সামনের দিকে এগিয়ে যেতে দারুণভাবে সহায়তা করবে। পর্তুগালে যেয়েও ভাল করার প্রত্যয় জানিয়েছেন জার্মান এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লীগে জয়ের ধারায় থাকলেও ইংলিশ প্রিমিয়ার লীগে বেহাল অবস্থা লিচেস্টার সিটির। আগের মৌসুমে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগে খেলছে ক্লাউডিও রানিয়েরির দল। কিন্তু এবার ইপিএলে দলটি মুকুট ধরে রাখতে পারবে না বলেই মনে হচ্ছে। সবশেষ ম্যাচেও চেলসির কাছে ৩-০ গোলে হেরে নাকানি-চুবানি খেয়েছে তারা। এই অবস্থা নিয়েই নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লীগে মাঠে নামছে লিচেস্টার। দলটির কোচ রানিয়েরি জয় ছাড়া কিছুই ভাবছে না। তিনি বলেন, আমরা জয়ের লক্ষ্যেই খেলব। এটা ঠিক ইপিএলে আমরা ভাল করতে পারছি না, তবে চ্যাম্পিয়ন্স লীগে দু’টি ম্যাচেই জিতেছি। এই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যেই খেলবে ছেলেরা। সেভিয়ার সঙ্গে ড্র করে শুরু করা জুভেন্টাস দ্বিতীয় ম্যাচে বড় জয় পায়। লিঁওর মাঠ থেকেও জয় ছাড়া কিছুই ভাবছে না ইতালিয়ান চ্যাম্পিয়নরা। জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি বলেন, প্রতিপক্ষের মাঠে খেলা সবসময়ই কঠিন। ফ্রান্সের প্রতিপক্ষরা কখনই ছেড়ে কথা বলে না। আমাদের তাই সতর্ক থেকেই খেলতে হবে।
×