ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানে আজকের মানববন্ধন স্থগিত

প্রকাশিত: ০৫:০৬, ১৮ অক্টোবর ২০১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে আজকের মানববন্ধন স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পূর্বঘোষিত আজকের প্রতীকী মানববন্ধন এবং বৃহস্পতিবারের প্রতিবাদসভা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সকাল ১১টায় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও বৃহস্পতিবার সচেনতনামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল ১১টায় সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতীকী মানববন্ধন পালন ও ২০ অক্টোবর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় সুধিজনের সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছাত্রীদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সামাজিক আন্দোলনের বিষয়ে সভার কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে। মানববন্ধন ও সচেতনতামূলক সভার পরবর্তী তারিখ ও সময় অবিলম্বে জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। জানা গেছে, বৃহস্পতিবারের সভায় শিক্ষক, পরিচালনা কমিটির প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিদের নিয়ে সহিংসতারোধে কমিটি করার কথা ছিল। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মসূচীর সকল প্রস্তুতি নেয়া হলেও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের ঢাকা অবস্থানকালে শিক্ষার্থীদের জমায়েত ও নিরাপত্তার কথা মাথায় রেখে কর্মসূচী আপাতত স্থগিত করা হয়েছে। বিশ্বব্যংকের প্রেসিডেন্টের নিরপত্তার কথা চিন্তা করে কর্মসূচী স্থগিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছিল। তাসখন্দে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে শিক্ষামন্ত্রী ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৩তম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আজ থেকে শুরু দুই দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে শিক্ষামন্ত্রীর নেতৃত্ব দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সোমবার ভোরে ঢাকা ত্যাগ করে।
×