ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিথ্যা তথ্য প্রচার প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ॥ ইকবাল সোবহান চৌধুরী

প্রকাশিত: ০৫:০৫, ১৮ অক্টোবর ২০১৬

মিথ্যা তথ্য প্রচার প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ॥ ইকবাল সোবহান চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব দুই ভাগে বিভক্ত। বিভক্ত ও প্রতিযোগিতার বিশ্বে যারা বেশি তথ্য ও প্রযুক্তি ব্যবহার করতে পারবে তারাই বেশি এগিয়ে থাকবে। যারা তথ্য ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ থাকবে না তারা পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘তথ্য অধিকার ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’। তবে এটি বর্তমান সময়ের বাস্তবতা। সেমিনারের মূল প্রবন্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০০৯ সালের প্রথম অধিবেশনে তথ্য অধিকার আইন পাস করা হয়। শুরুর দিকে যত আগ্রহ ছিল মানুষের মধ্যে দিন দিন তা কমে যাচ্ছে। তবে এ আইনকে আরও জানা এবং এ লক্ষ্যে সচেতনতা তৈরির জন্য কর মেলার মতো তথ্য মেলাও করা যেতে পারে। শুধু রাজধানী নয়, প্রতিটি জেলায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তথ্য মেলার আয়োজন করলে জনগণ এ আইন সম্পর্কে আরও ভাল ধারণা পাবে। তথ্য জানার অধিকার যেমন আছে, তেমনি মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।
×