ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মির্জাপুরে সড়কের কাজ ফেলে ঠিকাদার উধাও

প্রকাশিত: ০৪:১৯, ১৮ অক্টোবর ২০১৬

মির্জাপুরে সড়কের কাজ ফেলে ঠিকাদার উধাও

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৭ অক্টোবর ॥ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ পাকুল্যা লাউহাটি সড়কটি এখন জনদুর্ভোগের জনপদে পরিণত হয়েছে। ঠিকাদার কাজ শেষ না করে উধাও হয়ে যাওয়ায় জনদুর্ভোগ এখন চরমে। জানা গেছে, পাকুল্যা লাউহাটি সড়ক দিয়ে প্রতিদিন মির্জাপুর উপজেলাসহ পার্শ্ববর্তী দেলদুয়ার, নাগরপুর, সাটুরিয়া ও ধামরাই উপজেলার শত শত লোক যাতায়াত করে। এছাড়া ঈদের আগে এবং পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজটমুক্ত রাখতে বিকল্প রাস্তা হিসেবে পাকুল্যা লাউহাটি রাস্তাটি ব্যবহার করা হয়। সূত্রমতে, গত বছরের ডিসেম্বরে আলিফ ট্রেডার্স নামে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক এম আর খান টুটুলকে মির্জাপুর উপজেলা প্রকৌশল অফিস পাকুল্যা লাউহাটি সড়কটি দরপত্রের মাধ্যমে সংস্কারের জন্য কাজ দেয়। ৯ কিলোমিটার ৬শ’ মিটার কাজের জন্য ব্যয় ধরা হয় ৩ কোটি ২ লাখ টাকা। ঠিকাদার এম আর খান টুটুল সড়কটির পাকুল্যা হতে চুকুরিয়া স্লুইস গেট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এবং কোড়ালিয়া পাড়ার পল্টন এলাকা থেকে দেওড়া পর্যন্ত ৩ কিলোমিটার এলাকার সংস্কার কাজ ফেলে রেখে উধাও হয়। এদিকে সড়কটির প্রায় অর্ধেক সংস্কার কাজ না করায় দীর্ঘদিন যাবত সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাকুল্যা থেকে লাউহাটি পর্যন্ত ৩০ মিনিটের রাস্তা এখন যেতে লাগে প্রায় ২ ঘণ্টা। দেখা গেছে, সড়কটির চুকুরিয়া গুণটিয়া দেওড়া ও স্লুইস গেট এলাকায় খোয়া ও পিচঢালাই ওঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং গর্তগুলোতে বৃষ্টির পানি জমে যান চলাচলে বিঘিœত করছে। মির্জাপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, দশ দিন আগে ঠিকাদারকে ২৮ দিনের মধ্যে কাজ শুরু করার নোটিস প্রদান করা হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজ শুরু না করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
×