ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কলেজছাত্র ও গৃহবধূসহ চার খুন ॥ ৪ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৮, ১৮ অক্টোবর ২০১৬

কলেজছাত্র ও গৃহবধূসহ চার খুন ॥ ৪  লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ সুনামগঞ্জে ছাত্রদের সংঘর্ষে নিহত হয়েছে কলেজছাত্র। সুন্দরগঞ্জে খুন হয়েছে গৃহবধূ। নারায়ণগঞ্জের বন্দরে জামাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছে শাশুড়ি। চট্টগ্রামের আনোয়ারায় বন্ধুদের হামলায় নিহত হয়েছে বন্ধু। এছাড়া শেরপুর, নেত্রকোনা, ঠাকুরগাঁও ও বরগুনায় উদ্ধার হয়েছে চার লাশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : সুনামগঞ্জ ॥ ছাতক উপজেলার জাউয়াবাজার ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষে দ্বাদশ শ্রেণীর আল আমিন নিহত হয়েছে। সোমবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাউয়াবাজার কলেজের একই ক্লাসের শিক্ষার্থী আক্কাস মিয়াকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, জাউয়াবাজার ডিগ্রী কলেজের এইচএসসির মানবিক বিভাগের শিক্ষার্থী আল আমিন ও একই কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আক্কাস মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তারই জের ধরে সোমবার দেড়টায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে বড়কাপন এলাকায় আল আমিনকে ছুরিকাঘাত করে আক্কাস মিয়া। গুরুতর আহত আল আমিনকে পাশের কৈতক হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় জলসি গ্রামের আক্কাস মিয়াকে পুলিশ আটক করে। গাইবান্ধা ॥ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের গৃহবধূ নবিজানকে (২৬) সোমবার সকাল ১০টায় তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার শরীরে মারপিটের গুরুতর জখম ছিল। গৃহবধূ নবিজানের দুই ছেলে ও এক মেয়ে। সে একই গ্রামের কৃষক নবির হোসেনের মেয়ে। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানা পুলিশ স্বামী আব্দুর রশিদকে আটক করেছে। নারায়ণগঞ্জ ॥ বন্দর উপজেলার মদনগঞ্জের লক্ষারচর এলাকায় জামাতার ছুরিকাঘাতে আহত শাশুড়ি ফরিদা বেগম (৪৫) সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় পুলিশ জামাতার বাবা ফিরোজ খান ও তার বড় ভাই রাজু খানকে গ্রেফতার করলেও জামাতা রলি খান এখনও পলাতক। জানা গেছে, গত ১১ অক্টোবর মদনগঞ্জের লক্ষারচর এলাকায় স্বামী-স্ত্রীর বিরোধের জের ধরে জামাতা রলি খান তার শাশুড়ি ফরিদা বেগমকে ছুরিকাঘাত করে। এতে তার পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। পরে গুরুতর আহত ফরিদা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর আহতের ভাশুর অহিদ সরদার বাদী হয়ে রলি খান, ফিরোজ খান ও রাজু খানকে আসামি করে থানায় মামলা করে। চট্টগ্রাম ॥ আনোয়ারায় রবিবার গভীর রাতে বন্ধুদের মধ্যে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন কফিল উদ্দিন (৩০)। এ ঘটনায় হাশেম আহত হয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলার জুঁইদ-ী ইউনিয়নের খুরুশকুল এলাকায় এ ঘটনা ঘটে। হতাহত ও হামলাকারী সবাই একই এলাকার বাসিন্দা। বিদেশে কাজ নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্যে বেরিয়ে এসেছে। গ্রেফতার দুজনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, আহত হাশেম কয়েক বছর আগে জাহাঙ্গীর নামের এক বন্ধুর মাধ্যমে মধ্যপ্রাচ্যের ওমান গিয়েছিলেন। কিন্তু সেখানে যে কাজ দেয়ার কথা ছিল তা দেয়া হয়নি। এতে জাহাঙ্গীরের ওপর ক্ষুব্ধ ছিলেন হাশেম। এ দুজন দেশে ফেরেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে। বিদেশে প্রতিশ্রুত কাজ না পাওয়ায় সৃষ্ট বিরোধের জের ধরে কিছুদিন আগেও জাহাঙ্গীরকে মারধর করেছিলেন হাশেম। রবিবারের রাতের ঘটনাটি তারই জেরে হতে পারে বলে পুলিশের ধারণা। শেরপুর ॥ নিখোঁজের ছয় দিন পর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর থেকে লাশ উদ্ধার হয়েছে মিনহাজুল ইসলাম আকাশ (১৭) নামে কলেজছাত্রের। সোমবার সকালে তার লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। ওই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নেত্রকোনা ॥ শহরের রাজুরবাজার এলাকার খাল থেকে সোমবার দুপুরে জাকির হোসেন (১৫) নামে কিশোরের লাশ উদ্ধার করেছে স্থানীয় মডেল থানা পুলিশ। নিহত জাকির সদর উপজেলার হরগাতি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। জানা গেছে, সোমবার সকালে এলাকাবাসী রাজুরবাজার খালে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ দুপুরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত শিশুটির হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঠাকুরগাঁও ॥ নিখেঁাঁজের পাঁচ দিন পর পীরগঞ্জের নির্জন ঝোপ (জঙ্গল) থেকে হিমু আকতার (১২) নামে প্রতিবন্ধী শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকালে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের অদূরে দরবগাজী পীর মাজারের পূর্ব পাশে স্থানীয় লোকজন ঝোপের ভেতর শিশুর গলিত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। সে পীরগঞ্জ উপজেলার জামতলী গ্রামের হোসেন আলীর মেয়ে। শিশুর পরিবারের লোকজন জানায়, গত বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। বরগুনা ॥ খাদিজা বেগম (২২) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ছোনবুনিয়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
×