ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে মা ইলিশ ধরছে না জেলেরা ॥ তবু জুটছে না চাল

প্রকাশিত: ০৪:১৮, ১৮ অক্টোবর ২০১৬

মুন্সীগঞ্জে মা ইলিশ  ধরছে না জেলেরা ॥ তবু জুটছে না চাল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলেরা মা ইলিশ শিকার বন্ধ রেখেছে। কিন্তু সরকারী ঘোষণার ত্রাণ না পেয়ে দরিদ্র জেলেরা হতাশ। পদ্মা ও মেঘনাসহ নদ-নদীতে ২২ দিন ইলিশ না ধরার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ২০ কেজি করে সরকারী চাল জেলেদের দেয়ার কথা থাকলেও বরাদ্দ নেই মুন্সীগঞ্জে। চালের বরাদ্দ না থাকায় কষ্টে জীবনযাপন করছে ৯ হাজার ৮১৩ জেলে। ইলিশ বাঁচাতে আইনী ব্যবস্থা থাকলেও জেলেদের বরাদ্দকৃত চাল নেই মুন্সীগঞ্জের জেলেদের ভাগ্যে। বিধিমালা অনুযায়ী, ১২ অক্টোবর থেকে টানা ২২ দিন নদ-নদীতে ইলিশ না ধরার জন্য নির্দেশনা রয়েছে। এর জন্য জেলেদের ২০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি বিধৌত মুন্সীগঞ্জের ৯ হাজার ৮১৩ জেলের ভাগ্যে জুটছে না চাল।
×