ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত সাত

প্রকাশিত: ০৪:১৮, ১৮ অক্টোবর ২০১৬

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ লক্ষ্মীপুরে স্কুলছাত্র, কুড়িগ্রামে ছাত্রী, চট্টগ্রাম ও গাইবান্ধায় দুই মোটর শ্রমিক, বরিশালে কৃষক এবং নেত্রকোনা ও ফরিদপুরে দুই বৃদ্ধা সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : লক্ষ্মীপুর ॥ মালবাহী পিকআপ ভ্যান চাপায় সোহেল নামের দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় রিয়াজ ও মমিন নামের আরও দুই স্কুলছাত্র আহত হয়। সোমবার সকালে ১০টায় লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক মহাসড়কের মিয়ারবেঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল ওই এলাকার চরমনসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ঘটনার প্রতিবাদে স্কুলের কোমলমতি ছাত্রছাত্রী ও স্থানীয়রা মিয়ারবেঁড়ি এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে সকাল বেলা ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত দু’ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ চলাচল স্বাভাবিক করে। কুড়িগ্রাম ॥ ভুরুঙ্গামারীতে ট্রাক চাপায় রীনা খাতুন নামে সপ্তম শ্রেণীর ছাত্রী নিহত হয়েছে। সোমবার সকাল ১১টায় ভুরুঙ্গামারীর-সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষ্মীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। চট্টগ্রাম ॥ নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় কাভার্ডভ্যান চাপায় নিহত হয়েছে সহকারী। নিহত শামিমের (২০) বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। তিনি ছিলেন কাভার্ডভ্যানেরই সহকারী। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুই কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে মৃত্যু হয়েছে শামিমের। একটি ভ্যান পার্কিং করার সময় আরেকটি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। মাঝামাঝি স্থানে ছিলেন শামিম। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটর শ্রমিক রায়হান মিয়া (৪৫) সোমবার সকালে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা চার ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের সুষ্ঠু বিচারের আশ্বাস ও হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। নিহত রায়হান মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আশকোর আলীর ছেলে। বরিশাল ॥ উজিরপুর উপজেলার মুলপাইন এলাকায় সোমবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রইচ বেপারীর (৪৫) মৃত্যু হয়েছে। সকাল দশটার দিকে উপজেলার বরিশাল-ধামুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মুলপাইন এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলেন রইচ। নেত্রকোনা ॥ নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা গ্রামে রবিবার সন্ধ্যায় মোটর সাইকেলের ধাক্কায় লাল বানু (৬৫) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মরম আলীর স্ত্রী। জানা গেছে, ডুবিয়ারকোনা গ্রামের বৃদ্ধা লাল বানু সন্ধ্যায় বাড়ির পাশের সড়কে হাঁটছিলেন। এ সময় কলমাকান্দাগামী মোটরসাইকেল তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ফরিদপুর ॥ নগরকান্দায় মাইক্রোবাস চাপা পড়ে অটোভ্যান যাত্রী হাসি বেগম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে হাসি বেগমের দুই ছেলে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জয়বাংলা বিশ্বরোড মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসি বেগম উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধর্মদী গ্রামের মৃত আবু কাওছারের স্ত্রী। আহত হাসি বেগমের দুই ছেলে আকরাম হোসেন এবং রাসেল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
×