ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৭, ১৮ অক্টোবর ২০১৬

টুকরো খবর

চট্টগ্রামকে স্মার্ট সিটিতে উন্নীত করার পরিকল্পনা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামকে বিশ্বমানের পরিবেশবান্ধব স্মার্ট সিটিতে উন্নীত করার কর্মপরিকল্পনা আগামী ৩ বছরের মধ্যে বাস্তবায়ন করতে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডের সকল সড়ক ও বাইলেইন শতভাগ পাকা ও পিচ ঢালা সড়কের উন্নয়ন কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। বিনিয়োগ ও পর্যটনবান্ধব-এই বিষয়টিকে প্রাধান্য দিয়েই চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকৌশলীদের সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন এই তাগাদা প্রদান করেন। কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত এই সভায় মেয়র বলেন, দেশের উন্নয়নে চট্টগ্রামের গুরুত্ব অনেক। অর্থনীতির প্রাণ কেন্দ্র এই চট্টগ্রাম। চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে। সেই বিবেচনায় চট্টগ্রামকে বিনিয়োগের উপযুক্ত এলাকা হিসেবে গড়তে এর পরিবেশ উন্নত করা অপরিহার্য। আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ৯ নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৭ অক্টোবর ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর-চকবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের দুইপক্ষে নেতৃত্ব প্রদান ও আধিপত্য বিস্তার এবং ১০ টাকা কেজি দরের চালের তালিকা করা নিয়ে বিরোধের জের ধরে সোমবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষে আহত হয়েছে অন্তত ৯ জন। এদের মধ্যে দুপুরের দিকে জাহাঙ্গীর ও মিলনের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দুলু মিয়া ও খোরশেদ আলম নামের দুুইজনকে আটক করেছে। নিখোঁজ আমেরিকা প্রবাসী যুবককে উদ্ধার সংবাদদাতা, বেড়া, পাবনা, ১৭ অক্টোবর ॥ নিখোঁজের দুই সপ্তাহ পর আমেরিকা প্রবাসী সুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট থেকে তাকে উদ্ধার করা হয়েছে। পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর এলাকার চণ্ডীপুর গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে সুজন গত ৩ বছর ধরে আমেরিকায় বসবাস করছেন। দেড় মাস আগে তিনি বাড়িতে বেড়াতে আসেন। এর মধ্যে তার বিয়ে করারও কথা ছিল। এরই মধ্যে দু’সপ্তাহ আগে তিনি বগুড়ার ‘মাঝিরা’ নামক স্থানে বোন-দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে গত ৫ অক্টোবর গ্রামের বাড়ি বেড়া উপজেলার চণ্ডীপুরের উদ্দেশে রওনা হন। এ সময় তার দুলাভাই আব্দুস সামাদ লাল তাকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে চলাচলকারী ‘আব্দুল্লাহ পরিবহন’ নামের একটি গাড়িতে উঠিয়ে দেন। সিরাজগঞ্জ আসা পর্যন্ত দুলাভাইয়ের সঙ্গে তার যোগাযোগ থাকলেও এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তার বোন হাসিনা খাতুন গত ৭ অক্টোবর বগুড়ার শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, টহল পুলিশের একটি দল তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ও তার পরিবারকে খবর দেয়। সিদ্ধিরগঞ্জে শিশু চোর আটক নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৭ অক্টোবর ॥ সিদ্ধিরগঞ্জের উত্তর কদমতলী এলাকায় তিন মাসের শিশু চুরি করার অভিযোগে দুলফুল বেগমকে আটক করেছে স্থানীয় জনতা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন মাসের শিশু জীবনকে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। উদ্ধার শিশুটির বাবা জাকির হোসেন জানান, সোমবার সকাল ৯টায় উত্তর কদমতলী এলাকার ফারুকের ভাড়াটে ঘরে তিন মাসের শিশু জীবন গাজীকে রেখে তার স্ত্রী রান্না করতে যায়। এ সময় পাশের বাড়ির ভাড়াটে মনিরের স্ত্রী দুলফুল বেগম শিশুটিকে চুরি করে নিয়ে যায়। পল্লীবিদ্যুত মিটার রিডারদের কর্মবিরতি নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৭ অক্টোবর ॥ ময়মনসিংহ পল্লীবিদ্যুত সমিতি-২ এর চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারগণ কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতির দ্বিতীয় দিন সোমবার সকাল থেকে চাকরি ছাঁটাই বন্ধকরণ, অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকরি নিয়মিতকরণসহ বিভিন্ন দাবিতে ওই সমিতির আওতায় ভালুকা, ত্রিশাল, গফরগাঁও ও মাওনা এই চারটি জোনাল অফিসের প্রায় একশত ২৪ জন কর্মচারী তাদের এই কর্মবিরতি পালন করেন। পরে আন্দেলনকারীরা পল্লীবিদ্যুাতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন মিটার রিডার শাহিন আলম, ইয়ারুল ইসলাম, ম্যাসেঞ্জার মোফাজ্জল হোসেন ও হুইলবার রাইট বিদ্যুৎ প্রমুখ। ময়মনসিংহ পল্লীবিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম ছাঁটাইয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, মিটার রিডার ও ম্যানেঞ্জারগণ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এবং আরইবি কোন রকম চুক্তি ভঙ্গ করেনি। তাদের আন্দালনের কোন হেতু আছে বলে আমার জানা নেই। বিসিসির প্রধান নির্বাহীকে হত্যার হুমকি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলকে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর বিকেলে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মাহামুদ জুয়েলের ব্যবহৃত মোবাইল ফোনে (০১৬২৯-৯৬৭৫৫১) নাম্বার থেকে একটি ক্ষুদে বার্তায় তাকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় রবিবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদ- স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরী থেকে এক হাজার ২০ ইয়াবাসহ আটক মাদক বিক্রেতা টগর ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদ-ের রায় ঘোষণা করা হয়। রবিবার বিকেলে শেষ কার্যদিবসে বরিশালের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ঘাতক স্বামী খুলনায় গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ অক্টোবর ॥ আশুলিয়া থানাধীন বাইপাইল পশ্চিমপাড়ার দরগারটেক এলাকা থেকে ফাহিমা বেগম (১৮) নামের এক নারী পোশাক শ্রমিককে জবাই করে হত্যা করার ঘটনায় অভিযুক্ত স্বামী মজনু মিয়াকে খুলনার ডুমরিয়া থেকে আট করেছে পুলিশ। রবিবার বিকেলে খুলনা জেলার ডুমড়িয়া থানা এলাকার একটি বাড়ি থেকে মজনু মিয়া গ্রেফতার করে ডুমড়িয়া থানা পুলিশ।
×