ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় শিশু হত্যা

প্রকাশিত: ০৪:১৫, ১৮ অক্টোবর ২০১৬

কলাপাড়ায় শিশু হত্যা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ অক্টোবর ॥ ৯ বছরেরর শিশু শাকিলকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোস্তফা পাভেল রায়হান। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেনÑ সোলায়মান ফকির, তার বাবা শাহজাহান ফকির এবং মা আনোয়ারা বেগম। মামলার বিবরণে জানা গেছে, কলাপাড়া উপজেলার ধূলাসার গ্রামের মোবাশ্বর মৃধার পরিবারের সঙ্গে পড়শী সোলায়মান ফকির গংদের পুকুর থেকে পানি নিয়ে তরমুজ ক্ষেতে ব্যবহার করার ঘটনায় দীর্ঘদিন বিরোধ চলছিল। ২০০৯ সালের ২৪ এপ্রিল বিকেলে মোবাশ্বর মৃধার ৯ বছরের শিশুপুত্র শাকিল তার বোনকে নিয়ে বাড়ির কাছে রুহুল আমীনের বাড়িতে টিভি দেখে ফেরার পথে সন্ধ্যায় কৌশলে আসামি সোলায়মান শাকিলকে তাদের বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যার পর শাকিলের বোন বাড়িতে ফিরে এলেও শাকিল ফিরে না আসায় বাড়ির লোকজন বোন লাভলীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সোলায়মান শাকিলকে তাদের বাড়ি নিয়ে গেছে। শাকিলের বাবা, মা সোলায়মানদের বাড়িতে শাকিলকে খুঁজতে গেলে তাদের বাড়ি তালাবদ্ধ দেখতে পায়। পরের দিন ২৫ এপ্রিল বিকেলে কুয়াকাটা সাগরের পূর্বদিকে কাউয়ারচর এলাকায় শাকিলের লাশ ভেসে ওঠে। নিহত শাকিলের মা তিনজনের বিরুদ্ধে গুমসহ হত্যা মামলা দায়ের করেন।
×