ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক টুইটে ধস ৩৯ কোটি ডলার

প্রকাশিত: ০৪:০২, ১৮ অক্টোবর ২০১৬

এক টুইটে ধস ৩৯ কোটি ডলার

১১৪ শব্দের একটি টুইটার বার্তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের এক ওষুধ কোম্পানির একদিনে লোকসান ৩৮ কোটি ৭০ লাখ ডলার। ওষুধ প্রস্তুতকারক এ্যারিয়াড ফার্মাসিউটিক্যালসকে নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্সের একটি টুইটার বার্তার কারণে বাজারে কোম্পানিটির শেয়ারদরে বড় ধরনের পতন দেখা দেয়। ফলে বিনিয়োগকারীদের এ পরিমাণ লোকসান হয়েছে। ওষুধ কর্পোরেশনগুলোর লোভ অবিশ্বাস্য। এ্যারিয়াড দাম বাড়ানোয় লিউকেমিয়ার একটি ওষুধের দাম বছরে প্রায় ১ লাখ ৯৯ হাজার ডলারে দাঁড়িয়েছে। ওষুধ প্রস্তুতকারকদের নিয়ে স্টাট নিউজের একটি প্রবন্ধকে যুক্ত করে এ টুইটার বার্তা প্রকাশ করা হয়। এর পর পরই ফার্মাসিউটিক্যালসটির শেয়ারে ১৫ ভাগ পর্যন্ত পতন দেখা গেছে, যা এক বছরের বেশি সময় পর সবচেয়ে বড় আন্তঃদিন (ইন্ট্রাডে) পতন দুপুরে নিউইয়র্কের বাজারে ১২ ভাগ কমে ১১ ডলার ৫১ সেন্টে লেনদেন হয়েছে তাদের শেয়ার। -অর্থনৈতিক রিপোর্টার
×