ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ফেরত দিতে হবে ভাতা ও বিশেষ ইনক্রিমেন্টের অর্থ

প্রকাশিত: ০৪:০২, ১৮ অক্টোবর ২০১৬

রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান  ফেরত দিতে হবে ভাতা ও বিশেষ ইনক্রিমেন্টের অর্থ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধোলাই ভাতা ও বিশেষ ইনক্রিমেন্ট বাবদ নেয়া অর্থ ফেরত দিতে হবে রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে রবিবার এ বিষয়ে বাংলাদেশে কর্যরত সকল রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালক বরাবর নির্দেশনা পাঠানো হয়েছে। ওই নির্দেশনায় বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গত ৪ আগস্ট জানানো হয় রাষ্ট্রমালিকানাধীন ও বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ধোলাই ভাতা এবং বিশেষ ইনক্রিমেন্ট দেয়ার ক্ষেত্রে অডিট আপত্তি রয়েছে। তাই ধোলাই ভাতা এবং বিশেষ ইনক্রিমেন্ট বাবদ কর্মকর্তা ও কর্মচারীদের যে অর্থ প্রদান করা হয়েছে তা আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে কিস্তি করে আদায় করতে হবে। মন্ত্রণালয়ের ৪ আগস্টের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বাংলাদেশ ব্যাংক থেকে সকল রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠাগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে। রবি ‘এম ডাক্তার’ গ্রাহক জিতেছেন ১০ হাজার টাকার হাসপাতাল ক্যাশব্যাক রবির ভ্যালু এ্যাডেড সার্ভিস এম ডাক্তার সেবার গ্রাহক নুরুল ইসলাম ১০ হাজার টাকার হাসপাতাল ক্যাশব্যাক সুবিধা পেয়েছেন। ফেনীতে রবির কাস্টমার কেয়ার সেন্টার থেকে তিনি এ অর্থ গ্রহণ করেছেন। এম ডাক্তার সেবা গত আগস্টে নতুন আঙ্গিকে শুরু হয়েছে। গ্রাহকরা এ সার্ভিসের আওতায় জীবনবীমা ও হাসপাতালে ভর্তি হওয়ার খরচের উপরে ক্যাশব্যাক সুবিধা পাচ্ছেন। এছাড়াও এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা গ্রহণ করতে পারছেন। এম ডাক্তার সেবাটি পেতে গ্রাহককে *২১২১৬*১# ডায়াল করে নিবন্ধন করতে হবে। যখন কোন নিবন্ধিত গ্রাহকের চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হবে তখন তাকে প্রথমে ২১২১৬ নম্বরে কল করে এ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপর চিকিসৎসক তাকে কল করে প্রয়োজনীয় পরামর্শ দিবেন। নিবন্ধিত গ্রাহকরা আগের মাসের ব্যবহারের পরিমাণের ভিত্তিতে জীবনবীমা এবং হাসপাতাল ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। যদি কোন গ্রাহক মাসে অন্তত একবার সেবাটি ক্রয় করেন (ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ ছাড়া দৈনিক ২ টাকা)। Ñবিজ্ঞপ্তি
×