ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন কার্যক্রম সংকুচিত করবে ডয়েচে ব্যাংক

প্রকাশিত: ০৪:০০, ১৮ অক্টোবর ২০১৬

মার্কিন কার্যক্রম সংকুচিত করবে ডয়েচে ব্যাংক

যুক্তরাষ্ট্রের কার্যক্রম কমিয়ে ফেলতে বাধ্য হবে বহুজাতিক জার্মান আর্থিক প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংক। মার্কিন বিচার বিভাগের সঙ্গে আবাসন বন্ধকী সিকিউরিটিজ-সংক্রান্ত আইনী মামলার ফয়সালার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হতে পারে। বিষয়-সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে জার্মান সংবাদপত্র ভেল্ট আম সনটাগ এ তথ্য জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে খবর ব্লুমবার্গ জানিয়েছে, মার্কিন সরকারের সঙ্গে নিষ্পত্তির সমঝোতার ক্ষেত্রে ব্যবসার মডেলের আমূল পরিবর্তন আবশ্যক। সেক্ষেত্রে কোন সমঝোতায় যাওয়ার আগেই ডয়েচে ব্যাংককে কয়েকটি বিষয় অবশ্যই স্পষ্ট করতে হবে। এ হিসেবে জার্মানির বৃহত্তর ব্যাংকটিকে সম্ভবত প্রতিষ্ঠানের মার্কিন বিনিয়োগ ব্যবসার অংশ ছেড়ে দিতে হবে। তবে ডয়েচে ব্যাংকের মুখপাত্র আরমিন নিয়েদেরমেইয়ের এ সম্পর্কে কোন মন্তব্য করেননি। -অর্থনৈতিক রিপোর্টার
×