ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনেক স্ত্রীই মনে করেন

সংসার জীবনে কিছু ক্ষেত্রে নির্যাতন করা স্বামীর অধিকার

প্রকাশিত: ০৮:৪৩, ১৭ অক্টোবর ২০১৬

 সংসার জীবনে কিছু ক্ষেত্রে নির্যাতন করা স্বামীর অধিকার

স্টাফ রিপোর্টার ॥ বিবাহিত নারীদের প্রায় ২৭ দশমিক ৭ শতাংশই মনে করেন, সংসার জীবনে কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন স্বামী করতেই পারেন। এটা স্বামীর অধিকার এবং এতে দোষের কিছু নেই। অবশ্য এমন মতামত দেয়া নারীদের বেশির ভাগই (প্রায় ৭০ ভাগ) বাল্যবিবাহের শিকার। ৬ হাজার ২৯৩ জন নারীর ওপর করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া এসব মহিলার জন্ম ১৯৭৫ সাল থেকে ১৯৯৪ সালের মধ্যে। এদের মধ্যে যারা বাল্যবিবাহের শিকার হয়েছেন তাদের মধ্যে নারীর অধিকার ও জেন্ডার সমতা বিষয়ে সনাতন মানসিকতার প্রভাব বেশি। বর্তমানে পূর্ণ বয়স্ক এসব নারী মনে করেন, মেয়েদের বিয়ে অল্প বয়সেই হওয়া উচিত। এতে স্বামীর সংসারে মানিয়ে নেয়া সহজ হয়। এই ‘শিক্ষা’ তারা তাদের শাশুড়ির কাছ থেকে লাভ করেছে এবং নিজেদের মেয়ে সন্তানের ক্ষেত্রেও তারা এমনটাই ভাবেন। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য প্রকাশ করা হয়। প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত অপর একটি জরিপে বলা হয়, দেশে বিবাহিত নারীদের ৮০ শতাংশ নির্যাতনে শিকার। রবিবার ‘আর্লি ম্যারেজ, সোশাল নেটওয়ার্কস এ্যান্ড দ্য ট্রান্সমিশন অব নর্মস’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন বিআইডিএস- এর মহাপরিচালক ড. কে এ এস মুর্শিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যৌথভাবে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের শিক্ষক ড. নিয়াজ আসাদুল্লাহ এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেন্টের শিক্ষক ড. জাকী ওয়াহ্হাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. অতনু রাব্বাবি এবং বিআইডিএসের রিসার্চ ফেলো ড. কাজী ইকবাল মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন। এ সময় জাতীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা দেয়া হয়।
×