ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজিপি ফাঁড়িতে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

প্রকাশিত: ০৮:৪১, ১৭ অক্টোবর ২০১৬

বিজিপি ফাঁড়িতে হামলার তীব্র নিন্দা  বাংলাদেশের

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারের সীমান্ত রক্ষী বর্ডার গার্ড অব পুলিশের (বিজিপি) ফাঁড়িতে সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মংডু সীমান্তে ওই নির্মম হামলায় নির্দোষ ব্যক্তিদের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, ১০ অক্টোবরের ওই ঘটনায় দোষীরা যেন কোনভাবেই পালিয়ে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। দোষী ব্যক্তিদের আটক করে আইনের আওতায় আনার ওপরও জোর দেয়া হয়েছে।
×