ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের নিরাপত্তায় আইন হচ্ছে

প্রকাশিত: ০৮:৪০, ১৭ অক্টোবর ২০১৬

অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের নিরাপত্তায় আইন হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ গৃহকর্মী, রিক্সাচালক ও হকারসহ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এ সংক্রান্ত বেসরকারী বিলটি শ্রমিকনেতা, মানবাধিকার কর্মী, আইনজীবীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক, মোঃ ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ^াস, মোঃ রুহুল আমিন, রেজাউল হক চৌধুরী ও রোকসানা ইয়াসমিন ছুটি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বৈঠকে বাটা সু-কোম্পানির শ্রমিক ছাঁটাই বিষয়ে সংসদীয় সাব-কমিটির উপস্থাপিত তদন্ত প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির পক্ষ থেকে অন্যায়ভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
×