ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক সৃষ্টিতে সহায়তা দেবে সিঙ্গাপুর

প্রকাশিত: ০৮:১৫, ১৭ অক্টোবর ২০১৬

দক্ষ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক সৃষ্টিতে সহায়তা দেবে সিঙ্গাপুর

স্টাফ রিপোর্টার ॥ নির্মাণাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ দেশের সকল হাসপাতালের জন্য দক্ষ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স সৃষ্টিতে প্রশিক্ষণ সহায়তা দেবে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল। সিঙ্গাপুরের সরকারী জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ বার্ন চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধিদল রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে এমন আগ্রহের কথা জানায়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ লক্ষ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী নির্মাণাধীন ইনস্টিটিউটকে একটি বিশ^মানের হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে বলেন, আগুনে দগ্ধসহ এ জাতীয় রোগের চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যেই নিয়োগপ্রাপ্ত প্রায় ১০ হাজার নতুন নার্সকে সারাদেশে পদায়ন করা হবে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এক হাজার নার্স পদায়ন করা হবে। এই ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি সিঙ্গাপুর সফরকালে বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের দক্ষতার আধুনিকায়নে সেদেশের বিশেষজ্ঞদের সহায়তা কামনা করলে তারই প্রেক্ষিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এই পদক্ষেপ নিয়ে এগিয়ে আসে।
×