ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪ কোটি টাকা পাচারের অভিযোগে কাস্টমস ট্রাইব্যুনাল সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৮:১০, ১৭ অক্টোবর ২০১৬

৪ কোটি টাকা পাচারের  অভিযোগে কাস্টমস ট্রাইব্যুনাল সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ৪ কোটি টাকা পাচারের অভিযোগে কাস্টমস এক্সাইজ এ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কাস্টম কমিশনার নুরুল ইসলামকে গ্রেফতার করেছে দুদক। রবিবার বিকেল পাঁচটার দিকে দুদকের উপ-পরিচালক জালালউদ্দীন সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করেন। দুদক সূত্র জানায় নুরুল ইসলাম মংলা কাস্টমস হাউসের সাবেক কমিশনার ছিলেন। বর্তমানে তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য। ২০১১ সালের ৪ এপ্রিল মংলা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় নুরুল ইসলামসহ পাঁচজনকে আসামি করা হয়। মামলার প্রায় সাড়ে ৫ বছর পর তাকে গ্রেফতার করা হলো।
×