ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালাউদ্দিনের নতুন সাফাই

প্রকাশিত: ০৬:২১, ১৭ অক্টোবর ২০১৬

সালাউদ্দিনের নতুন সাফাই

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের ফুটবল সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছে। ভুটানের কাছে হেরে তিন বছরের জন্য নির্বাসনে যাওয়া ফুটবল নিয়ে সবখানেই হা-হুতাশ। ভুটান থেকে ব্যর্থতার গ্লানি নিয়ে জাতীয় দল ফিরে এলেও এতদিন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (বাফুফে) ছিল নিশ্চুপ। তবে অব্যাহত সমালোচনার মুখে আর চুপ থাকতে পারেনি তারা। রবিবার বাফুফে ভবনে আনঅফিসিয়াল সংবাদ সম্মেলন করে নিজেদের সার্বিক দিক তুলে ধরেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শুরুতেই কাজী সালাউদ্দিন বলেন, ভুটানের কাছে লজ্জার হারে আমি অবশ্যই কষ্ট পেয়েছি। তবে নির্লজ্জভাবে ব্যর্থ হলেও নিজেদের পক্ষেই সাফাই গেয়েছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, হারটা খারাপ কিন্তু এটাই ফুটবল। ব্যর্থতা থেকে বের হয়ে আসতে আরও একবার প্রতিশ্রুতির ডালি দিয়েছেন বাফুফের শীর্ষ ব্যক্তি। তিনি বলেন, এত সুযোগ-সুবিধা দেয়ার পরও জাতীয় দলের পারফর্মেন্স আশানুরূপ হচ্ছে না। এর মানে শেষ পর্যন্ত আমরা উপলব্ধি করলাম এই স্বল্পসংখ্যক ফুটবলার ভাল খেলার জন্য যথেষ্ট নয়। জানুয়ারি থেকে নতুন কর্মসূচী হাতে নিচ্ছি আমরা। ডিসেম্বরে সোহরাওয়ার্দী কাপ, এরপর শেরেবাংলা কাপ হবে। নবেম্বর মাসে ফিফার ডেভেলপমেন্ট কমিটি আসবে। ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে কর্মপরিকল্পনা। কাজী সালাউদ্দিন বলেন, আমরা ডেভেলপমেন্ট প্রোগাম করছি। এটা যদি ফেল করে তাহলে আমি প্রতিজ্ঞা করছি আগামী তিন বা সাড়ে তিন বছরের মধ্যে না পারলে আমি আমার পদ ছেড়ে দিব। তখন আমি কোন অজুহাত দেখাব না। বাফুফে সভাপতি জানান, ডিসেম্বরে জেলা লীগ শুরু করা হবে, হবে সোহরওয়ার্দী কাপ। এছাড়া প্রতিবছর অনুর্ধ-১৬, ১৯, প্রফেশনাল লীগসহ অন্যান্য লীগ হবে। জাতীয় দল ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থায় থাকলেও বাফুফে সভাপতি নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করেন। তিনি বলেন, যে কোন কারণে জাতীয় দলের পরিকল্পনা ফেল করেছে। আমি ম্যাজিশিয়ান না। বাংলাদেশ খারাপ করেছে, ভালও করবে। বাফুফের কর্তব্যক্তিরা যখন সংবাদ সম্মেলন করছিলেন তখন ভবনের গেটে বিক্ষোভ করছিলেন বিক্ষুব্ধ ফুটবল সমর্থকরা। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম নামের ব্যানারে আসা বিক্ষোভকারীরা কাজী সালাউদ্দিনসহ বাফুফের কমিটিকে পদত্যাগ করার আহ্বান জানান। ঢাকা ফুটবল সমর্থকগোষ্ঠীর একটি ব্যানার সবার দৃষ্টি কেড়েছে। কাজী সালাউদ্দিনের ছবিসহ ওই ব্যানারে লেখা, ‘আমাদের ফুটবল আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’। প্রথম ওয়ানডেতে ভারতের জয় স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ভারত। ৬ উইকেটের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির দল। ধর্মশালায় স্বাগতিক বোলিংয়ে দিশেহারা কিউইরা ৪৩.৫ ওভারে ১৯০ রানে অলআউট হয়। এক পর্যায়ে ৪৮ রানে পঞ্চম উইকেট হারানো দলকে আরও বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন টম লাথাম (৭৯*) ও টিম সাউদি (৫৫)। জবাবে ৬২ রানে ২ উইকেট পড়লেও বিরাট কোহলির দুরন্ত হাফসেঞ্চুরির ওপর ভর করে ৩৩.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৮১ বলে ১০ চার ও ১ ছক্কায় অপরাজিত ৮৫ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন ‘সেনসেশনাল’ এ উইলোবাজ। এছাড়া অজিঙ্কা রাহানে ৩৩, অধিনায়ক ধোনি ২১, মাণিশ পা-ে ১৭ ও রোহিত শর্মা ১৪ রান করে সাজঘরে ফেরেন। দিল্লীতে দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার। টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করে ভারত। ওয়ানডে সিরিজেও কি তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে? কেন উইলিয়ামসনদের এমন হারের পর কে বলবে র‌্যাঙ্কিংয়ে তারা এক ধাপ এগিয়ে! ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানের মাথায় উইকেট পতন শুরু কিউইদের। অভিষিক্ত হারদিক পা-িয়ার আঘাতে সবার আগে সাজঘরে ফেরেন ১২ রান করা মার্টিন গাপটিল। সফরকারীরা এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন পারেননি নামের প্রতি সুবিচার করতে। মাত্র ৩ রান করে উমেশ যাদবের শিকারে পরিণত হন তিনি। পরবর্তীতে ভারতীয় বোলারদের তোপে একে একে বিদায় নিয়েছেন রস টেলর (০), কোরি এ্যান্ডারসন (৪), লুক রঞ্চি (০), নিশাম (১০), মিচেল স্যান্টনার (০) ও ব্রেসওয়েল (১৫)! ১৩তম ওভারে মাত্র ৪৮ রানে পঞ্চম, ৬৫ রানে সপ্তম ও ১০৬ রানে অষ্টম উইকেট হারানো নিউজিল্যান্ডকে আরও বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন লাথাম ও সাউদি। নবম উইকেটে সাউদিকে নিয়ে ৭১ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক স্কোর করতে সাহায্য করেন কিউই ওপেনার লাথাম। ৪৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ব্যক্তিগত ৫৫ রানের ঝড়োইনিংস খেলে সাউদি আউট হলেও অপরাজিত থেকে মাঠ ছাড়েন লাথাম। ‘ক্যারিং ব্যাট থ্রু দ্য ইনিংস’Ñ ৯৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন কিউই উদ্বোধনী ব্যাটসম্যান। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন পা-িয়া ও অমিত মিশ্র। আর ২টি করে উইকেট নেন কেদার যাদব ও উমেশ যাদব। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে নিউজিল্যান্ড, এক ধাপ পিছিয়ে ধোনির দল ‘চার’ নম্বরে। তার ওপর রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামির মতো তারকা পারফর্মার বিশ্রামে। ইনজুরিতে শিখর ধাওয়ান, জ্বরের জন্য এদিন মাঠে নামতে পারেননি সুরেশ রায়নাÑ তবু এভাবে বিধ্বস্ত নিউজিল্যান্ড!
×