ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রথম টেস্টে বাংলাদেশ দলে অনেক চমক

প্রকাশিত: ০৬:২১, ১৭ অক্টোবর ২০১৬

প্রথম টেস্টে বাংলাদেশ দলে অনেক চমক

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ১৪ মাস পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলতে নামবে বাংলাদেশ। এই টেস্টের জন্য রবিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে দেখা যাচ্ছে একাধিক চমক! পরিবর্তনের ছড়াছড়ি। নতুন মুখেরও ছড়াছড়ি। চার নতুন মুখ দলে সুযোগ করে নিয়েছেন। তারা হচ্ছেনÑ মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান রুম্মন, নুরুল হাসান সোহান ও কামরুল ইসলাম রাব্বি। আবার দলে ডাক পেয়েছেন শুভাগত হোম চৌধুরী ও শফিউল ইসলাম। আর বাকিরা সর্বশেষ গতবছর জুলাইয়ে যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টটি খেলেছে বাংলাদেশ, সেই দলের ক্রিকেটাররাই আছেন। অধিনায়ক মুশফিকুর রহীম, সহঅধিনায়ক তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার ও তাইজুল ইসলাম আছেন। চার নতুন মুখসহ দুইজনকে আবার টেস্ট দলে নেয়ার সঙ্গে আটজন পুরনো মুখকেই ১৪ সদস্যের দলে সুযোগ দেয়া হয়েছে। সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন ছয়জন। তারা হচ্ছেনÑ জুবায়ের হোসেন লিখন, লিটন কুমার দাস, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন ও রুবেল হোসেন। এবার যে বাংলাদেশ দলটি ঘোষণা করা হয়েছে, সেখানে শুধু চার নতুন মুখ নেয়াতেই চমক থাকছে না। দলটিওতো একটা চমক! একটি দল টেস্ট খেলতে নামবে। আর সেই দলের কিনা দুইজন স্পেশালিস্ট পেসার থাকছেন! একজন প্রায় দুইবছর পর টেস্ট দলে আবার ফিরেছেন। তিনি শফিউল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভাল করাতে অনুমিতই ছিল টেস্টেও তার দলে থাকা। যেহেতু পেসার শঙ্কট। তাই শফিউল যে টেস্ট দলে থাকছেন, তা আগে থেকেই বোঝা গেছে। কিন্তু ইনজুরিতে সিরিজ খেলতে না পারা মুস্তাফিজের বিকল্পতো নেই-ই, আবার একজন নতুন পেসারকে নেয়া হয়েছে। তিনি কামরুল ইসলাম রাব্বি। রুবেল ও আল আমিন কোনভাবেই তার সামনে বিবেচনায় আসল না! এ দুইজনকেই আবার রাখা হয়েছে। একজন ইনজুরিতে পড়ে গেলে, এক স্পেশালিস্ট পেসার নিয়েই খেলতে হবে বাংলাদেশকে। তবে সৌম্য সরকারকে দিয়েও সেটা পূরণ করা যেতে পারে। স্পিন ও ব্যাটিংয়ে অবশ্য যথেষ্ট শক্তিশালী দলই গড়া হয়েছে। স্পিনে সাকিব আছেন। রয়েছেন তাইজুলও। দুইজনই বামহাতি স্পিনার। এরসঙ্গে শুভাগত ও মিরাজও স্পিন বল করেন। অফ স্পিনারের যে অভাব, সেটি শুভাগত ও মিরাজ পূরণ করে দিতে পারেন। আবার সাব্বিরও স্পিনটা চালিয়ে দিতে পারেন। মাহমুদুল্লাহ রিয়াদও আছেন। আর পুরোদস্তুর ব্যাটিংয়েতো তামিম, ইমরুল, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক, মুমিনুল, সৌম্য, সাব্বির, শুভাগত, মিরাজ, সোহান আছেনই। দল দেখে এতটুকু নিশ্চিতভাবেই বোঝা যায়, ব্যাটিংটাই শক্তিশালী করা হয়েছে। ব্যাটসম্যানরা যদি ভাল কিছু করে দেখাতে পারেন, তাহলে ম্যাচ ড্র করাওতো সম্ভব। সেদিকেই টিম ম্যানেজমেন্টের নজর রয়েছে। আর বোলিংয়ে স্পিনের ওপরই নির্ভরশীল দল। উপমহাদেশের উইকেটে সেটিই হওয়ার কথা। যদি মুস্তাফিজ থাকতেন, তাহলে হয়ত পেস আক্রমণে ধার থাকত। শহীদও ইনজুরিতে ভুগছেন। কিন্তু মুস্তাফিজ ও শহীদ খেলতে পারবেন না। আর তাই পেস আক্রমণ নিয়েও টিম ম্যানেজমেন্টের বিশেষ ভাবনা নেই। যতটুকু পাওয়া যাবে, সেটিই ‘বোনাস’ই ধরা হচ্ছে হয়ত। এখন দেখা যাক, এই দলটি নিয়ে কী করতে পারে বাংলাদেশ। প্রথম টেস্টের দল ॥ মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, নুরুল হাসান, শুভাগত হোম চৌধুরী, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও তাইজুল ইসলাম।
×