ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মজিদের শতকে বিসিবি একাদশের সংগ্রহ ২৯৪ রান

প্রকাশিত: ০৬:২১, ১৭ অক্টোবর ২০১৬

মজিদের শতকে বিসিবি একাদশের  সংগ্রহ ২৯৪ রান

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৩ রান করেন সৌম্য সরকার। তাতেই ব্যাটিং নিয়েই সন্তুষ্টি প্রকাশ করেন। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেই ৪ রানে আউট হয়ে যান। শুধু সৌম্য নন, জাতীয় দলের তারকা ব্যাটসম্যানদের মধ্যে মুমিনুল হকও ব্যর্থ হন। মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন। টেস্টে প্রথমবারের মতো ডাক পাওয়া নুরুল হাসান সোহানও (৩৯) খুব আহামরি নৈপুণ্য দেখাতে পারেননি। আব্দুল মজিদ দুর্দান্ত ব্যাটিং করেছেন। ১০৬ রানের ইনিংস খেলেছেন। মজিদের সঙ্গে নাজমুল হোসেন শান্ত ৭২, মোসাদ্দেক হোসেন সৈকত ৪৭ রান না করলে তিন ’শ রানের কাছাকাছিও যেতে পারত না বিসিবি একাদশ। তারকা ব্যাটসম্যানরা যে ব্যর্থ হয়েছেন। ইংল্যান্ড একাদশের বিপক্ষে বিসিবি একাদশের ম্যাচটি দেখেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে। তার সামনেই শতক হাঁকিয়েছেন মজিদ। সঠিক কাজটি যথাসময়েই করেছেন। ইংল্যান্ড বোলাররাও মজিদকে আউট করতে ঘাম ঝরিয়েছেন। তার শতকে শেষ পর্যন্ত বিসিবি একাদশ ৭৪.৪ ওভারে ২৯৪ রান করতে পারে। অলআউটও হয়ে যায়। এরপর ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ২ রান স্কোরবোর্ডে যোগ করতেই প্রথমদিন শেষ হয়ে যায়। আজ ম্যাচটির দ্বিতীয়দিনের খেলা অনুষ্ঠিত হবে। মধ্যাহ্ন ভোজের বিরতির আগেই মজিদ অপরাজিত ৯২ রান করেন। কিন্তু বিরতির পরপরই ব্যাট হাতে নামেননি। পেশিতে টান পড়ায় ‘রিটায়ার্ড হার্ট’ হন। কিন্তু যখন ২৫৩ রানে ৬ উইকেটের পতন যায়, তখন আবার ব্যাট হাতে নামেন মজিদ। আরও ১৪ রান স্কোরবোর্ডে যোগ করে শতক করে আউটও হয়ে যান। ৯৫ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১০৬ রান করেন। তার এ ব্যাটিংয়ের সঙ্গে শান্তও দুর্দান্ত ব্যাটিং করেন। টেস্ট মেজাজে খেলে ১৩০ বলে ৯ চারে ৭২ রান করেন। মোসাদ্দেকতো ধুমধাড়াক্কা ব্যাটিং করতে থাকেন। তিনটি ছক্কা হাঁকান! এরসঙ্গে দুটি বাউন্ডারিও মারেন। ৪৯ বলে ৪৭ রান করে আউট হয়ে যান। যেখানে ৩ উইকেটে ২০৭ রান করে বিসিবি একাদশ, সেখানে মজিদ মধ্যাহ্ন বিরতির পর ব্যাট হাতে না নামতেই ধস নামে। শেষদিকে ৮৭ রানেই ৭ উইকেটের পতন ঘটে। ইংলিশ বোলাররা শুরুতে ভুগলেও, শেষে গিয়ে ঠিকই উইকেট তুলে নেন। ঠিক যেন বাংলাদেশ ক্রিকেটের চিরাচরিত ব্যাটিং প্রদর্শনই হলো। দ্বিতীয় উইকেটে ৭৯ ও তৃতীয় উইকেটে ৭৭ রানের বড় জুটি হলো। এরপর যে ধস নামা শুরু হলো, মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙ্গে গেল ইনিংস। ইংলিশ বোলারদের মধ্যে স্পিনার জাফর আনসারি ৪ উইকেট শিকার করলেন। বিসিবি একাদশের ব্যাটিং শেষে ৪ ওভার ব্যাটিং করার সুযোগ পেল ইংল্যান্ড একাদশ। ২ রান করতে পারল। দিনও শেষ হয়ে গেল। আজ দ্বিতীয়দিনে স্বাভাবিকভাবেই ব্যাটিং অনুশীলনটা ভালভাবেই সেরে নেবে ইংল্যান্ড ব্যাটসম্যানরা। স্কোর ॥ বিসিবি-ইংল্যান্ড একাদশ দুইদিনের ম্যাচÑ প্রথমদিন শেষে বিসিবি একাদশ ২৯৪/১০; ৭৪.৪ ওভার (মজিদ ১০৬, শান্ত ৭২, মোসাদ্দেক ৪৭, নুরুল ৩৯; আনসারি ৪/৬৮)। ইংল্যান্ড একাদশ ২/০; ৪ ওভার (হামিদ ০*, ডাকেট ২*)।
×