ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবারও চমক দেখাতে পারেন আদিল রশিদ

প্রকাশিত: ০৬:২০, ১৭ অক্টোবর ২০১৬

আবারও চমক দেখাতে পারেন আদিল রশিদ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এ যাবতকালে আমার দেখা সেরা লেগ স্পিনারদের মধ্যে সে একজন।’ কথাটি বলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদকে উদ্দেশ করেই কথাগুলো বলেছেন ওয়ার্ন। গতবছর পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে কিছুই করতে পারেননি আদিল রশিদ। তবে দ্বিতীয় ইনিংসেই ৫ উইকেট তুলে নেন। টেস্টে এক লেগ স্পিনারের আগমন বার্তা বুঝিয়ে দেন। তখন ওয়ার্নও ‘সেরা লেগ স্পিনারে’র খেতাব দিয়ে দেন রশিদকে। এই আদিল রশিদ সেই সিরিজের পর আবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে আছেন। বাংলাদেশের জন্য আতঙ্কও হয়ে উঠতে পারেন রশিদ! ওয়ানডে সিরিজে ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদ আতঙ্ক হয়ে উঠবেন তা আগেই বোঝা গেছে। আফগানিস্তানের বিপক্ষে যে বাংলাদেশ ব্যাটসম্যানরা লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণির সামনে হাবুডুবু খেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আদিল রশিদের ঘূর্ণিতে ডুবেছে বাংলাদেশ। এবার সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এবারও আতঙ্ক সেই রশিদই! ওয়ানডে সিরিজে তিন ওয়ানডেতে ১০ উইকেট নিয়েছেন এ স্পিনার। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেট করে নিয়েছেন। দুটি ওয়ানডেতেই হেরেছে বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজেও হেরে গেছে। এবার ২০ অক্টোবর প্রথম ও ২৮ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু হবে। এই সিরিজেও রশিদই পার্থক্য গড়ে দিতে পারেন বলেই সবার ধারণা। কিভাবে? লেগ স্পিনে চরমভাবে দুর্বল বাংলাদেশ ব্যাটসম্যানরা। তা ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভালভাবেই ধরা পড়েছে। রশিদের বলগুলো টার্ন করেছে। কিন্তু এমন আহামরি বল হয়নি যে উইকেট পাওয়ার মতো। ব্যাটসম্যানরাই ভুল করেছেন। তাতে রশিদ একের পর এক উইকেটও পেয়েছেন। তামিম ইকবাল যেমন শর্ট বল এবং অফের অনেক বাইরের বল মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদও তাই করেছেন। নাসির হোসেনও একই ভুল করেছেন। লো ফুলটস বলটিতে অহেতুক আউট হয়ে গেছেন। শুধু সাব্বির রহমানই ভাল একটি বলে আউট হয়েছেন। যেন লেগ স্পিনটা আতঙ্ক! আর সেই স্পিনটাই করেন আদিল রশিদ। গুগলিও মারেন। তাতে বাংলাদেশ ব্যাটসম্যানরা ছন্নছাড়া হয়ে পড়েন। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসেন। এবার টেস্টেও কী তাই হবে? প্রশ্নটা উঠছে। কারণ টেস্টে যে আরও ভয়ঙ্কর রশিদ! পাকিস্তানের বিপক্ষে যে ইংল্যান্ড সম্প্রতি টেস্ট সিরিজ খেলেছে। সেই টেস্ট সিরিজে টেস্টে অভিষেক হয়েছে রশিদের। ৩টি ম্যাচ খেলেছেন। তিনটিতেই ঝলক দেখান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে কোন উইকেট নিতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসেই ৫ উইকেট তুলে নেন। পরের দুই টেস্ট মিলিয়ে অবশ্য ৩ উইকেট নেন। কিন্তু অভিষেক টেস্ট সিরিজেই যে নৈপুণ্য দেখান, তাতে ভীষণ ভয়ঙ্কর যে রশিদ তা বোঝাই গেছে। পাকিস্তান ব্যাটসম্যানরাও ভুগেছে। খেলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। উপমহাদেশের মতোই উইকেট সেখানে। এবারতো রশিদ উপমহাদেশেই বোলিং করবেন। তাই বাংলাদেশ ব্যাটসম্যানদের জন্য ওয়ানডের পর টেস্টেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, আতঙ্ক হয়ে উঠতে পারেন রশিদ। আবার বিসিবি একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও ৭ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ১০ রান দিয়েছেন। তবে কোন উইকেট না পেলেও বিসিবি একাদশ ব্যাটসম্যানদের ভুগিয়েছেন। নিজেই বলেছেন, ‘কিছু সময় আছে। যখন খারাপ বলেও উইকেট মিলে। তবে আত্মবিশ্বাস তাতেও বাড়ে। ইতিবাচক মানসিকতাই তৈরি করে।’ এ মানসিকতাতেই এখন টেস্টেও আদিল রশিদ আতঙ্ক হয়ে ধরা দিতে চান। এ পর্যন্ত মাত্র ৩ টেস্ট খেলেছেন। বল হাতে মোট ৮ উইকেট নেয়ার সঙ্গে ব্যাট হাতেও ২০.৬০ গড়ে মোট ১০৩ রান করেছেন। তার মানে ব্যাটিংটাও দুর্দান্ত রশিদের। রশিদকে নিয়ে শেন ওয়ার্ন আরেকটি বিষয় বলেছিলেন, ‘সবচেয়ে ভাল দিক হলো সে একজন চমৎকার বোলার। কোন খেলোয়াড় যখন তার টেস্ট ক্যারিয়ার শুরু করে, তখন তার মধ্য থেকে সেরা বের হতে কিছুটা সময় দরকার। ইতোমধ্যেই আমরা তার মধ্যে কিছু জাদু দেখেছি। আমরা দেখেছি এ পর্যায়ে সে এটা করতে পারে। এটা কেবল ধারাবাহিক হওয়া এবং কিছুটা সময়ের দরকার মাত্র। তাকে ধৈর্যশীল হতে হবে এবং স্পিন সহায়ক পিচে খেলতে হবে। প্রত্যাশা থাকবে আকাশচুম্বী।’ গতবছর পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে খেলেছেন রশিদ। এবার উপমহাদেশের উইকেটে খেলবেন। যেখানে স্পিনটা দুর্দান্ত হয়। তাই রশিদ আতঙ্ক ভালভাবেই বাংলাদেশ ব্যাটসম্যানদের ঘিরে ধরতে পারে।
×