ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভূগোল ও পরিবেশ

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:১৯, ১৭ অক্টোবর ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

১. কোন বসতিতে ব্যবসায় বাণিজ্যের স্থান নগণ্য? ক) পৌর বসতি খ) অকৃষি গ্রামীণ বসতি গ) গ্রামীণ বসতি ঘ) ক ও খ উভয়ই ২. প্রতিটি দেশ ও মানুষ চায় – র. উন্নয়ন রর. কর্মসংস্থান ররর. জীবন যাত্রার মান উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি? ক) বাংলাদেশ খ) কিলিমানজারো গ) জাপান ঘ) ইতালী ৪. টেলক কী? ক) শিলা খ) কর্দম গ) ব্যাসল্ট ঘ) খনিজ ৫. কোন শিলার কোনো স্তর নেই? ক) পাললিক শিলা খ) অপত্রায়ন শিলা গ) রূপান্তরিত শিলা ঘ) আগ্নেয় শিলা ৬. আমাদের দেশের শহরের পরিকল্পনার মানচিত্রগুলোকে কোন মানচিত্রের অন্তর্ভুক্ত? ক) প্রাকৃতিক বিষয়সংক্রান্ত খ) দেওয়াল মানচিত্র গ) ভূ-চিত্রাবলি মানচিত্র ঘ) মৌজা মানচিত্র ৭. গ্রাম, শহর, নগরের ক্রমবিকাশ ভূগোল কোন শাখায় আলোচিত হয়? ক) আঞ্চলিক খ) ঐতিহাসিক গ) সামাজিক ঘ) জনসংখ্যা ৮. ইটের ভাটায় প্রয়োজন – র. কাঠ পোড়ানো নিয়ন্ত্রণ রর. সনাতন পদ্ধতির পরিবর্তন ররর. আধুনিক পদ্ধতির প্রয়োগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. কোন নক্ষত্রমন্ডলী দেখতে ভাল্লুকের মতো? ক) সপ্তর্ষিমন্ডল খ) কালপুরষ গ) ক্যাসিওপিয়া ঘ) কুকুরমন্ডল ১০. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন জেলা জলমগ্ন হবে? ক) নোয়াখালী খ) ফেনী গ) মাদারীপুর ঘ) গোপালগঞ্জ ১১. বাংলাদেশের পাহাড়সমূহ কোন যুগে সৃষ্টি হয়েছে? ক) টারশিয়ারী খ) প্লাইস্টোসিন গ) সাম্প্রতিককালে ঘ) মধ্যযুগে ১২. উপকূল বিস্তৃত সমভূমি হলে মহীসোপান কেমন হবে? ক) সংকীর্ণ খ) প্রশস্ত গ) অতি সংকীর্ণ ঘ) অধিক প্রশস্ত ১৩. নীল নদ কোথায় অবস্থিত? ক) পাকিস্তান খ) মিসর গ) তুরস্ক ঘ) আফগানিস্তান ১৪. বাংলাদেশের কোথায় পীট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে? ক) মৌলভীবাজারে খ) পাবনার চলনবিলে গ) রাজশাহীতে ঘ) সিলেটে ১৫. বিমান যোগাযোগের জন্য প্রয়োজন – র. কুয়াশামুক্ত বন্দর রর. ঝড়, ঝঞ্ছা মুক্ত বন্দর ররর. মেঘমুক্ত বন্দর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৬. নিচের কোন কোন দেশে ইতস্তত বিক্ষিপ্ত বসতি দেখা যায়? ক) কানাডা খ) যুক্তরাষ্ট্র গ) অষ্ট্রেলিয়া ঘ) সবকয়টিই ১৭. পৃথিবীর জনসংখ্যা খুব ধীর গতিতে বাড়ছিল কখন? ক) ১৬৫৫ সালের দিকে খ) ১১০৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত গ) খ্রিস্টীয় সালের প্রারম্ভ থেকে প্রায় দেড় হাজার বছর পর্যন্ত ঘ) ১৬৫০ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত ১৮. আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ কোন স্তরে ঘটে থাকে? ক) ট্রপোমন্ডল খ) স্ট্রাটোমন্ডল গ) তাপমন্ডল ঘ) এক্সোমন্ডল ১৯. ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম কী? ক) স্ট্রাটোমন্ডল খ) ট্রপোবিরতি গ) তাপমন্ডল ঘ) এক্সোমন্ডল ২০. কোনটি বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর? ক) ট্রপোমন্ডল খ) স্ট্রাটোমন্ডল গ) মেসোমন্ডল ঘ) তাপমন্ডল ২১. পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয়- র. নিউফাউন্ডল্যান্ডের উপকূলে রর. জাপান উপকূলে ররর. ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২২. কোন বলের প্রভাবে সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো সুর্যের চারদিকে ঘুরছে? ক) অভিকর্ষ বল খ) মাধ্যাকর্ষণ বল গ) মহাকর্ষ বল ঘ) কেন্দাতিগ বল ২৩. কোন দেশগুলোতে পোশাক শিল্প বেশি গড়ে উঠেছে? র. বাংলাদেশ রর. ভারত ররর. চীন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. পলিমাটির বৈশিষ্ট্য কীরূপ- ক) বালি মিশ্রিত খ) কর্তমাক্ত গ) নরম বালি এ কাদা মিশ্রিত ঘ) পানির সংস্পর্শে দ্রবণে পরিণহত হয় ২৫. খরার প্রভাবে দেখা দেয় – র. দুর্ভিক্ষ রর. অসুখের প্রাদুর্ভাব ররর. অগ্নিকান্ডের উপদ্রব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৬. সর্বশেষ কোন সালে হ্যালির ধূমকেতু দেখা যায়? ক) ১৯৮৩ সালে খ) ১৯৮৬ সালে গ) ১৯৮৯ সালে ঘ) ১৯৯৩ সালে ২৭. সর্বপ্রথম এওঝ আবিষ্কৃত হয় কত সালে? ক) ১৯৬২ সালে খ) ১৯৬৩ সালে গ) ১৯৬৪ সালে ঘ) ১৯৬৫ সালে ২৮. অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়- র. কৃষিকাজ রর. শহর ও নগর ররর. বনজ সম্পদ ও খনিজ সম্পদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. একটি স্থানের দ্রাঘিমা ৯০০ পূর্ব এবং অপর একটি স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত? ক) ২ ঘন্টা ২০ মিনিট খ) ১ ঘন্টা গ) ১ ঘন্টা ২০ মিনিট ঘ) সময়ের ব্যবধান হবে না ৩০. কোন পদ্ধতিতে পানি বাষ্কাকারে উপরে ওঠে? ক) সমপাতন খ) বাষ্মীভবন গ) ঘনীভবন ঘ) ঊর্ধ্বপাতন ৩১. রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কী পরিবহনে? ক) সেবা কর্ম খ) শ্রমিক গ) পণ্য ঘ) ভারী দ্রব্য ৩২. উল্কার ছুটে চলার গতি সেকেন্ডে কত কিলোমিটার? ক) প্রায় ২ কিলোমিটার খ) প্রায় ৩ কিলোমিটার গ) প্রায় ৪ কিলোমিটার ঘ) প্রায় ৫ কিলোমিটার ৩৩. পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে? ক) চার খ) পাঁচ গ) ছয় ঘ) সাত ৩৪. বর্তমান যুগে কোথা থেকে ছবি তোলার মাধ্যমে প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের নবযুগের সূচনা হয়? ক) হেলিকপ্টার খ) উঁচু পাহাড় গ) বিমান ঘ) উঁচু দালান ৩৫. বন্যা ক্ষতি করে – র. জীবনের রর. সম্পদের ররর. পরিবেশের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. বন সংরক্ষণের যেসব ব্যবস্থা গৃহীত হয়েছে – র. পাহাড় ও খাস জমিতে বনের পরিমাণ বাড়ানো রর. কাঠভিত্তিক শিল্পকারখানা স্থাপন ররর. সড়ক, রেলপথ ও বাঁধের পাশে বনায়ন তৈরি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? ক) বৃহস্পতি খ) শনি গ) মঙ্গল ঘ) ইউরেনাস ৩৮. “জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।”-সজ্ঞাটি কে দিয়েছেন? ক) পার্ক খ) আর্মস গ) রিচার্ড হার্টশোন ঘ) আলেকডান্ডার হামবোল্ড ৩৯. কোন স্থানে কোন জিনিস/বস্তু আছে তার ওপর ভিত্তি করে কোন ধরনের মানচিত্র তৈরি করা হয়? ক) স্থানীয় খ) রাজনৈতিক গ) সামরিক ঘ) ঐতিহাসিক ৪০. দুরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না কোন গ্রহ? ক) শুক্র খ) পৃথিবী গ) মঙ্গল ঘ) ইউরেনাস ৪১. এদেশে কৃষির সম্প্রসারণ সম্ভব- র. সরকারি সহযোগিতায় রর. প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে ররর. বেসরকারি উদ্যোগে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪২. ৩ ১৭১। বায়ুমন্ডলের কোন স্তরে মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে স্ট্রাটোবিরতি বলে? র. স্ট্রাটোমন্ডল রর. মেসোমন্ডল ররর. চৌম্বকমন্ডল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৪৪. বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটি ঘটে? ক) জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হ্রাস পায় খ) শুষ্কতা বৃদ্ধি পায় গ) জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায় ঘ) জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সমান থাকে ৪৫. কোনটি পরিবেশ টিকে থাকার প্রধান উপায়? ক) প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার খ) প্রাকৃতিক সম্পদের মাত্রাতিরিক্ত ব্যবহার গ) মানব সম্পদের যথাযথ ব্যবহার ঘ) বনজ সম্পদের যথাযথ ব্যবহার ৪৬. নিচের কোনটি বাংলাদেশের রপ্তানি পণ্য নয়? ক) পোশাক খ) চা গ) চিংড়ি ঘ) গম ৪৭. শহরে বস্তি গড়ে উঠে কেন? ক) আবাস সংকটের কারণে খ) বাসস্থান ব্যয়বহুল হওয়ায় গ) শহরের লোকজন দরিদ্র হওয়ায় ঘ) গ্রাম থেকে আগত মানুষগুলো আবাসিক এলাকায় স্থান না পাওয়ায় ৪৮. প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয়- ক) ভূগোল খ) পরিবেশ গ) সমাজ ঘ) সংস্কৃতি সারণিতে বিভিন্ন বছরের কাপড় উৎপাদন মিলিয়ন মিটার হিসেবে দেখানো হয়েছে। সারণি থেকে দুইটি প্রশ্নের উত্তর দাও: সাল কাপড় (মিলিয়ন মিটার) সুতা (মিলিয়ন কেজি) ১৯৯৯-০০ ১২.৪১ ৫৮.০০ ২০০০-০১ ১৪.৭৩ ৬০.৮২ ২০০১-০২ ১৬.১৪ ৬৫.৬৮ � ৪৯. কোন বসতিতে ব্যবসায় বাণিজ্যের স্থান নগণ্য? ক) পৌর বসতি খ) অকৃষি গ্রামীণ বসতি গ) গ্রামীণ বসতি ঘ) ক ও খ উভয়ই ৫০. প্রতিটি দেশ ও মানুষ চায় – র. উন্নয়ন রর. কর্মসংস্থান ররর. জীবন যাত্রার মান উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (গ) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (ঘ) ৭. (গ) ৮. (ঘ) ৯. (ক) ১০. (ক) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ক) ২১. (ক) ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (ঘ) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (গ) ৩০. (খ) ৩১. (ঘ) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (গ) ৩৭. (খ) ৩৮. (খ) ৩৯. (ক) ৪০. (ঘ) ৪১. (ক) ৪২. (ক) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (ঘ) ৪৭. (ঘ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (গ)
×