ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলা দ্বিতীয় পত্র

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:১৮, ১৭ অক্টোবর ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

১. কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ? ক) কঞ্চিটি বাঁকিয়ে ধর খ) সাইরেন বেজে উঠল গ) খোকাকে কাঁদিও না ঘ) আকাশে চাঁদ দেখি নি ২. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’- তাঁকে এককথায় কী বলা হয়? ক) ইতিহাসবেত্তা খ) ঐতিহাসিক গ) ইতিহাস স্রষ্টা ঘ) ইতিহাস রচয়িতা ৩. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? ক) ষ্ + ণ খ) ষ + ন গ) য্ + ঙ ঘ) য্ + ঞ ৪. ‘পঙ্কজ’ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ? ক) অলুক খ) উপপদ গ) সপ্তমী ঘ) দ্বিতীয়া ৫. ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? ক) মুখবিবর ও জিহ্বা খ) কন্ঠ, ওষ্ঠ ও জিহ্বা গ) দন্ত ও ওষ্ঠ ঘ) মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ ৬. ‘যেমন কর্ম তেমন ফল’- বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে? ক) নিত্য সম্বন্ধীয় খ) অনুকার গ) অনন্বয়ী ঘ) বাক্যালংকার ৭. কোন মব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়? ক) সমাসবদ্ধ শব্দে খ) অব্যয়যুক্ত শব্দে গ) সন্ধিযুক্ত শব্দে ঘ) প্রত্যয়যুক্ত শব্দে ৮. নিম্নের কোনটি বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে? ক) হাঁড়ি হাঁড়ি সন্দেশ খ) বাগানে ফুল ফুটেছে গ) অঢেল টাকা পয়সা ঘ) অজস্র লোক ৯. ‘ক্স’ যুক্ত বর্ণটির স্বরূপ কী? ক) ক্ + স খ) ক্ + য-ফলা গ) ক্ + র-ফলা ঘ) ক্ + ছ ১০. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়? ক) অব্যয়ীভাব খ) তৎপুরুষ গ) কর্মধারয় ঘ) দ্বিগু ১১. চ, ছ, জ, ঝ, ঞ - এ পাঁচটি তালব্য ধ্বনির অপর নাম কী? ক) পশ্চাৎ তালুজাত ধ্বনি খ) পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি গ) অগ্র তালুজাত ধ্বনি ঘ) অগ্র দন্তমূলীয় ধ্বনি ১২. কোনটি ভাববাচক বিশেষ্য? ক) মাইকেল খ) লন্ডন গ) তারল্য ঘ) দর্শন ১৩. নিচের কোনটি মিশ্র শব্দ? ক) আলপিন খ) মাস্টার গ) জানোয়ার ঘ) খ্রিষ্টাব্দ ১৪. কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? ক) ও খ) অ গ) এ ঘ) উ ১৫. কোন বাক্যে বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন হয়েছে? ক) অজস্র লোক খ) লাল লাল ফুল গ) দেখে দেখে যেও ঘ) বাগানে ফুল ফুটেছে ১৬. ‘নাজজামাই’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) নাতি + জামাই খ) নাতিন + জামািই গ) নাজ্ + জামাই ঘ) নাত + জামাই ১৭. যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন সমাস বলে? ক) দ্বন্ধ সমাস খ) কর্মধারয় সমাস গ) তৎপুরুষ সমাস ঘ) বহুব্রীহি সমাস ১৮. বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগক্রমে কোন কোন ভাষার প্রচুর শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে? ক) আরবি ও ফারসি খ) তুর্কি ও হিন্দি গ) তুর্কি ও ফারসি ঘ) ফারসি ও হিন্দি ১৯. ভিন্নার্থক পদযোগে কোন দ্বিরুক্ত শব্দটি গঠিত হয়েছে? ক) আশাযাওয়া খ) মারামারি গ) চালচলন ঘ) পথঘাট ২০. “হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?” - বাক্যে ব্যবহৃত ‘হের’ ধাতুটি কোন ভাষার? ক) আরবি খ) হিন্দি গ) ফারসি ঘ) অজ্ঞাতমূল ২১. য, র, ল, ব - এ চারটি বর্ণকে বলে - ক) স্পর্শ বর্ণ খ) উষ্ম বর্ণ গ) অন্তঃস্থ বর্ণ ঘ) তালব্য বর্ণ ২২. কোনটি দেশি শব্দ নয়? ক) পেট খ) চাঙারী গ) ঘর ঘ) ঠোঙা ২৩. কোনটি নিত্য সমাসের উদাহরণ? ক) উপনদী খ) মনমাঝি গ) নরপশু ঘ) গ্রমান্তর ২৪. “আমরা বই পড়ি” - এখানে ‘পড়ি’ ক্রিয়া কোন ভাবের উদাহরণ? ক) সাধারণ নির্দেশক ভাব খ) সাপেক্ষ ভাব গ) উপদেশাত্মক ভাব ঘ) প্রশ্ন জিজ্ঞাসা ভাব ২৫. কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করছে? ক) আমি বাড়ি যাই খ) মানুষের মতো মানুষ হও গ) পরিশ্রম করলে সফল হবে ঘ) তার মঙ্গল হোক ২৬. বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায় - ক) অ-কে খ) অহ-কে গ) ঞযব-কে ঘ) অ, অহ ও ঞযব-কে ২৭. নিম্নের কোনটি কুল-উপাধি ক্ষেত্রে স্ত্রীবাচকতা রয়েছে ক) কুহকিনী খ) ঘোষজায়া গ) নর্তকী ঘ) ধাত্রী ২৮. উ-কারের পর বিসর্গ (ঃ) এবং তার পরে ‘ক’ থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে? ক) স খ) ষ গ) শ ঘ) য ২৯. কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ? ক) হত খ) ভয় গ) জয় ঘ) ঘুর্ ৩০. কোনটিতে বিশেষ্য গঠনে ‘ই’ প্রত্যয় যুক্ত হয়েছে? ক) ভাজি খ) শুনানি গ) সিলাই ঘ) আঁটুনি ৩১. ‘এক’ শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়? ক) নির্দিষ্টতা খ) অনির্দিষ্টতা গ) নিরর্থকতা ঘ) বিশেষ অর্থ ৩২. ‘করণ’ কারক ৭মী বিভক্তি কোনটি? ক) নতুন ধান্যে হবে নবান্ন খ) কাচের জিনিস সহজে ভাঙে গ) ছেলেরা বল খেলে ঘ) টাকায় কিনা হয়/রিকসায় এসেছি ৩৩. চৎড়ঃযবংরং - অর্থ হলো - ক) মধ্যস্বরাগম খ) আদি স্বরাগম গ) অন্ত্যস্বরাগম ঘ) অপিনিহিতি ৩৪. সম্ভ্রমান্তক সর্বনাম পদ কোনগুলো? ক) যে, তারা, তা খ) তিনি, তা, কারা গ) তাঁরা, তাঁদের, তিনি ঘ) তুই, তোরা, তারা ৩৫. আক্ষেপ বোঝাতে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয়? ক) বর্তমান খ) ভবিষ্যৎ গ) ঘটমান অতীত ঘ) নিত্যবৃত্ত অতীত ৩৬. কোন শব্দটি অন্যোন্য স্বরসংগতির উদাহরণ? ক) বিলিতি খ) মুড়ো গ) শিকে ঘ) মুজো ৩৭. নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? ক) ছেলেটি বই পড়ে না খ) আকাশে চাঁদ ওঠে নাই গ) এত রাতে বাইরে যাব না ঘ) ভূতকে ভয় পাই না ৩৮. বৃত্তি অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে? ক) বাড়িওয়ালা খ) দুধওয়ালা গ) দাঁড়িওয়ালা ঘ) দিল্লিওয়ালা ৩৯. ‘দুধ থেকে দই হয়’ - এখানে ‘দুই থেকে’ কোন অর্থে অপাদান? ক) গৃহীত খ) জাত গ) বিচ্যুত ঘ) আরম্ভ ৪০. ‘দেখায়’ এবং ‘হারায়’ ক্রিয়াপদের ‘দেখা’ ও ‘হারা’ কোন ধাতু? ক) নাম ধাতু খ) কর্মবাচ্যের ধাতু গ) প্রযোজক ধাতু ঘ) স্বয়ংসিদ্ধ ধাতু সঠিক উত্তর: ১. (গ) ২. (ক) ৩. (ক) ৪. (ক) ৫. (ঘ) ৬. (ক) ৭. (ক) ৮. (ক) ৯. (ক) ১০. (খ) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (ঘ) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (ঘ) ২১. (গ) ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (খ) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (ঘ) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (খ) ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (খ) ৩৯. (ক) ৪০. (খ)
×