ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচীর ৯৩ বস্তা চাল আটক

প্রকাশিত: ০৬:১৭, ১৭ অক্টোবর ২০১৬

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচীর ৯৩ বস্তা চাল আটক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ অক্টোবর ॥ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচীর ৯৩ বস্তা চাল একটি ট্রাক্টরযোগে কালোবাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে পুলিশ নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে চালসহ ট্রাক্টরটি আটক করে। রবিবার বিকেলে এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। নওগাঁয় গ্রামীণমেলা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ অক্টোবর ॥ লক্ষ্মী পুজোর প্রতিমা বিসর্জন উপলক্ষে রবিবার রানীনগর উপজেলার কুজাইল বাজারে আবহমান বাংলার প্রাচীনতম ঐতিহ্য দুদিনব্যাপী গ্রামীণমেলা শুরু হয়েছে। বিকেল ৩টা থেকে সংলগ্ন ছোট যমুনা নদীতে আশপাশে গ্রামগুলোর শতাধিক লক্ষ্মী প্রতিমা বিসর্জনের জন্য নৌকায় তুলে নৌর‌্যালি করা হয়। নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ প্রতিমা দর্শন করে। রাত ৮টা পর্যন্ত চলে নদীতে প্রতিমাবাহী নৌকা র‌্যালি। শারদীয় দুর্গাপূজার ৫ দিন পর লক্ষ্মী পুজো উপলক্ষে কোন প্রকার ঢাকঢোল বা প্রচারণা ছাড়াই বিভিন্ন রকমারি সামগ্রী নিয়ে শত শত দোকানি এসে এই মেলায় তাদের দোকান বসিয়ে থাকে। ইঁদুর নিধন অভিযান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে রবিবার মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেছেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মামুন উল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরও বক্তব্য দেন, কৃষি অধিদফতরের উপ-পরিচালক মোঃ আফতাব উদ্দীন, প্রকল্প পরিচালক একে এম রুহুল আমিন, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দীন রাখি, কৃষিবিদ বিকাশ কুমার সরকার, সঞ্জয় দাস, মনোজিৎ কুমার মল্লিক প্রমুখ।
×