ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে খুনীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:১৭, ১৭ অক্টোবর ২০১৬

কক্সবাজারে খুনীদের  গ্রেফতার দাবিতে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কক্সবাজার শহরের ঘোনারপাড়ার বাসিন্দা সালাহ উদ্দীন মাহমুদ হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে প্রতিবেশীরা। রবিবার দুপুরে কক্সবাজার শহরের ঘোনারপাড়া থেকে এলাকাবাসী মিছিল সহকারে কক্সবাজার আদালত প্রাঙ্গণে মিলিত হয়ে সেখানে মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, মনজুমন নাহার মনজু, রাজ বিহারী দাশ, এ্যাডভোকেট একরামুল হুদা, এ্যাডভোকেট বাপ্পি শর্মা, বিষু শর্মা, এ্যাডভোকেট মোঃ শাহজাহান, শহীদুল্লাহ, নিহত সালাহ উদ্দীনের ভাই এ্যাডভোকেট মোবারক হোসেন প্রমুখ। বক্তারা বলেন, শহরের চিহ্নিত সন্ত্রাসী সাগর দে ও রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাতের আঁধারে ছুরিকাঘাত করে সালাহ উদ্দীনকে খুন করে। খুনের ঘটনার ৬ দিনেও কোন আসামি গ্রেফতার হয়নি। খুনীচক্র পুরো এলাকাকে জিম্মি করে রেখেছে। অপহরণ, চাঁদাবাজিসহ সব অপরাধমূলক কাজের সঙ্গে তারা সরাসরি জড়িত। এদের কারণে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হতে চলেছে। মানববন্ধন শেষে খুনীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করা হয়। গত ১০ অক্টোবর রাতে শহরের গোলদিঘীর পাড়ে সালাহ উদ্দীনকে ছুরিকাঘাতে খুন করা হয়।
×