ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউফলে ইঁদুর বেড়াল খেলা

প্রকাশিত: ০৬:১৬, ১৭ অক্টোবর ২০১৬

বাউফলে ইঁদুর বেড়াল খেলা

নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, মা ইলিশ নিধন ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। নদীর এক প্রান্তে অভিযান চললে অন্যপ্রান্তে জাল ফেলছে জেলেরা। প্রশাসন আর জেলেদের মধ্যে এমন ইঁদুর বেড়াল খেলা চলছে তেঁতুলিয়া নদীতে। শার্শায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে শার্শা উপজেলার নাভারণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল শার্শার কাঠুপাড়া এলাকার সফিকুলের ছেলে। জানা গেছে, নিহত বিল্লাল মোটর সাইকেলযোগে শার্শার দিকে যাচ্ছিল। এ সময় নাভারণ বাজারের কাছে পিছন থেকে একটি পিকআাপ ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুরে সৌদী প্রবাসীর স্ত্রী নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর থেকে জানান, কমলনগরে লেগুনার চাকায় পিষ্ট হয়ে সৌদী প্রবাসী মোজাম্মেল হোসেনের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০) নিহত হয়েছে। রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে শনিবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে চরজাঙ্গালিয়ায় হাফেজিয়া মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটেছে। গাজীপুরে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, মহানগরের কোনাবাড়ি আমবাগ এলাকায় রবিবার ঝুট বোঝাই ট্রাকের চাপায় স্থানীয় সিমেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম নাসির উদ্দিন ঢালী (২৭)। সে স্থানীয় আমবাগ কলাবাধা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থেকে ঝুট বোঝাই করে একটি ট্রাক স্থানীয় আমবাগের দিকে যাচ্ছিল। পথে আমবাগ ঢালে একটি মোটরসাইকেল পিছলে পড়ে গেলে তার চালক ব্যবসায়ী নাসির উদ্দিন ছিটকে গিয়ে ট্রাকের নিচে পড়ে। কারখানার দেয়াল ধসে আহত তিন নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১৬ অক্টোবর ॥ সীতাকু-ে বিএসআরএম রড তৈরির কারখানার দেয়াল ধসে দুই মহিলাসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার ভোর ৭টার সময় সোনাইছড়ি ইউনিয়নের বারোআউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএসআরএম রড তৈরিরকারক প্রতিষ্ঠানের স্ক্র্যাপ ডিপোর চারপাশে দুর্বলভাবে নির্মাণকৃত দেয়াল অবস্থিত। সকাল সাড়ে সাতটার সময় পশ্চিম পাশের দেয়ালের সঙ্গে প্রতিষ্ঠানের নিজস্ব লরির ধাক্কা লাগলে দেয়াল ভেঙ্গে ৭টি বসতঘরের ওপর চাপা পড়ে। বসতঘরে থাকা নূরজাহান বেগম (৫৫), পারভীন আক্তার (২৬) ও মোঃ ইউসুফ (৪০) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
×