ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুবক ও চালককে পিটিয়ে হত্যা ॥ ৮ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:১৬, ১৭ অক্টোবর ২০১৬

যুবক ও চালককে পিটিয়ে হত্যা ॥ ৮ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ শরীয়তপুরে চুরির অভিযোগে যুবককে ও রাজশাহীতে ভটভটি চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সাভারে চার, কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা ও রংপুরে একটি করে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। শরীয়তপুর ॥ রবিবার সকালে গোসাইরহাট বাজারে মোবাইল চুরির অভিযোগে ফিরোজ সরদার (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের বাবা গোসাইরহাট উপজেলার মিত্রসেন পট্টি গ্রামের সবুজ সরদার বলেন, উপজেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সালাম পেদা বাজারে অবস্থিত তার মালিকানাধীন সুমাইয়া আবাসিক হোটেল থেকে মোবাইল ফোনের মাধ্যমে ভোরে আমার ছেলে ফিরোজ সরদারকে ডেকে নেয়। এরপর তাকে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে আব্দুস সালাম পেদা ও তার লোকজন আবাসিক হোটেলের কক্ষে আটকে রেখে তার হাত-পা বেঁধে লোহার রড দিয়ে বেধম মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ফিরোজের বাবা সবুজ সরদার অভিযোগ করেন যে, আমার ছেলে কোন চুরির ঘটনার সঙ্গে জড়িত নয়। তাকে কৌশলে চুরির অভিযোগ এনে শ্রমিক দলের সভাপতি আব্দুস ছালাম পেদা পিটিয়ে হত্যা করে। আমি এ হত্যার বিচার চাই। এ ঘটনার পর থেকে গোসাইরহাট উপজেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সালাম পেদা পলাতক রয়েছে। রাজশাহী ॥ নগরীর সিটি পশুহাটে তৈজুদ্দিন ওরফে বিষু নামের এক ভটভটি চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত বিষু পবা উপজেলার নতুন মধুপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সিটিহাটের লাইনম্যান রবিদাসকে আটক করেছে। আটক রবিদাস নগরীর বোয়ালিয়া মডেল থানার সুজানগর শিল্পীপাড়া এলাকার মৃত কোকিল দাসের ছেলে। পুলিশ জানায়, বেলা সাড়ে ১২টার দিকে ভটভটি চালক তৈজুদ্দিন মহিষ নিয়ে নগরীর সিটিহাটে আসেন। সেখানে মহিষগুলো গাড়ি থেকে নামানোর সময় হাটের লাইনম্যান রবিদাসের সঙ্গে বাক-বিত-ার ঘটনা ঘটে। এ সময় রবিদাস তার হাতে লাঠি দিয়ে তৈজুদ্দিনকে পেটাতে থাকে। তার একটি লাঠির আঘাত তৈজুদ্দিনের ঘাড়ে লাগে। এতে ঘটনাস্থলেই তৈজুদ্দিনের মৃত্যু হয়। সাভার ॥ এক নারীসহ ৪ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার হেমায়েতপুরের জয়নাবাড়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিরুলিয়া ও ভাকুর্তার শ্যামলাসী এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। জানা গেছে, ভোর রাতে হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকার মুনছুর ও রবিউলের রিক্সার গ্যারেজের নিরাপত্তাকর্মী হেলাল উদ্দিন (৬০) বৈদ্যুতিক শকে মারা যায়। ওই গ্যারেজের ভেতর থেকে একটি ইজিবাইক চুরি হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বৈদ্যুতিক শকে তাকে হত্যার পর ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। এদিন সকাল সাড়ে ছয়টার দিকে দু’ব্যক্তির অজ্ঞাত এক হিন্দু ব্যক্তি (৫০) কে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চম্পট দেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালের আর.এম.ও. ডাঃ আমজাদুল হক জানান, ওই সময় যারা কর্তব্যরত ছিলেন, তারা কোন কিছু বুঝে ওঠার আগেই সঙ্গে আসা ব্যক্তিদ্বয় পালিয়ে যায়। একই দিন সকালে বিরুলিয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে শিরিনা আক্তার (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী গ্রামে অজ্ঞাত (২৪) এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। কেরানীগঞ্জ ॥ বুড়িগঙ্গা নদীর ফতুল্লা তেলডিপোর সামনে থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মুন্সীগঞ্জ ॥ ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত (৩০) এক যুবককের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার শহরের উপকণ্ঠ মুক্তারপুরের ধলেশ্বরী নদী থেকে গলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। কুমিল্লা ॥ আলমগীর হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুড়িচং উপজেলার ফরিজপুর এলাকা থেকে রবিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। আলমগীর জেলার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের আনছর আলীর ছেলে এবং সে দিনমজুরের কাজ করত। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রংপুর ॥ রায়হান (২৩) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নগরীর ৫ নং ওয়ার্ডের বুড়াইল সিঙ্গিমারী এলাকার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রায়হান গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা উমর গ্রামের আবু হেনার ছেলে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ‘শিরি’র মাঠকর্মী। নিহতের মামাত ভাই ময়নুল কবীর জানান, শনিবার রাত ৯টার দিকে কে বা কারা রায়হানের মোবাইল ফোনে কল দিয়ে তাকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর রাতে তিনি বাড়িতে ফেরেননি।
×