ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৬, ১৭ অক্টোবর ২০১৬

টুকরো খবর

গাইবান্ধায় পাল্টা আল্টিমেটাম নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ অক্টোবর ॥ গোবিন্দগঞ্জ মালিক সমিতি সন্ত্রাসী কায়দায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ এলাকায় জেলা মোটর মালিক সমিতি পরিচালিত সকল প্রকার যানবাহন চলাচল ১৪ অক্টোবর থেকে বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে ১৮ অক্টোবর থেকে সকল রুটে গাইবান্ধা মটর মালিক সমিতি পরিচালিত সকল প্রকার যানবাহন চলাচলে অনির্দিষ্টকালের ধর্মঘটের আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে। রবিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা মটর মালিক সমিতি, জেলা ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতি, জেলা পিকআপ মালিক সমিতি, গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়ন, জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন সমন্বয়ে গঠিত গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের এ আল্টিমেটাম ঘোষণা করে। এ সময় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল রায়সহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেনÑ জিল্লুর রহমান, রোস্তম আলী, নাজিবুল হক নান্নু, মোক্তাদুর রহমান মিঠু, আবুল হোসেন, আব্দুল করিম, আব্দুর রশিদ সর্দার, গৌতম কুমার বিশু, রফিকুল ইসলাম, আরিফ মিয়া রিজু, আবুল কালাম আজাদ, অসীম সাহা, ময়নুল হক প্রমুখ। বিএডিসি কর্মচারীদের কর্মবিরতি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মজুরি বৃদ্ধির পর আবারও কমিয়ে দেয়ার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) রাজশাহীতে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। রবিবার সকাল থেকে বিএডিসি সপুরা ও নওদাপাড়া কার্যালয়ের কর্মচারীরা একত্রিত হয়ে কর্মবিরতির ঘোষণা দিয়ে বিক্ষোভ করে। এতে অন্তত দেড় শতাধিক কর্মচারী অংশ নেয়। বিএডিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এখানে কর্মরত মাস্টাররোলের কর্মচারীদের প্রতিদিনের মজুরি ২৬০ টাকার স্থলে সরকার বাড়িয়ে ৪৫০ টাকা নির্ধারণ করে। নির্ধারণ করা ওই মজুরিই পরিশোধ করা হচ্ছিল কর্মচারীদের। তবে সম্প্রতি রহস্যজনক কারণে আগের মতো ২৬০ টাকা করে মজুরি দেয়া হচ্ছে কর্মচারীদের। রাজশাহী বিএডিসির উপ-পরিচালক শফিকুল ইসলাম খান জানান, মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে। কয়েক মাস তাদের ওই মজুরি দেয়াও হয়। কিন্তু বিএডিসির চেয়ারম্যান তাকে মৌখিকভাবে জানান, মন্ত্রণালয়ের ওই নির্দেশনা আরও যাচাই-বাছাই করা প্রয়োজন। এজন্য শ্রমিকদের আপাতত আগের হারেই মজুরি দিতে হবে। তার কথামতো তিনি শ্রমিকদের আগের হারেই মজুরি দিতে চাইছেন। কিন্তু শ্রমিকরা তা না নিয়ে কর্মবিরতি শুরু করেছেন। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৬ অক্টোবর ॥ কাউন্সিলের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার প্রায় দুই বছর পর রবিবার জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে ২৩ জন উপদেষ্টা ও ৭১ সদস্যের জেলা কমিটির ঘোষণা দেয়া হয়। জেলা আওয়ামী লীগের পুনর্নির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি। উপস্থিত ছিলেন মমতাজ বেগম এমপি, নবনির্বাচিত সাধারণ সম্পাদক পিপি এ্যাডভোকেট আব্দুস সালামসহ উপদেষ্টা ম-লীর সদস্য, জেলা কমিটির সকল সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ-সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ। পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ আহত ২০ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ অক্টোবর ॥ বকেয়া বেতন ও কারখানার মালিকানা হস্তান্তর করাকে কেন্দ্র করে সাভারে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছে ২০ পোশাক শ্রমিক। রবিবার সকালে পৌর এলাকার সিআরটি রোডে ‘ডানা বটনস লিমিটেড’ নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে ওই কারখানার তিন শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে বকেয়া বেতনের দাবিতে ও মালিকানা হস্তান্তরকে কেন্দ্র করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকা অবরোধ করে। মাগুরা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ অক্টোবর ॥ মাগুরা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে (২০১৭-১৮) শরীফ আমিরুল হাসান বুলু- সভাপতি এবং শামীম আহম্মেদ খান- সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেলা তথ্য অফিসার ও প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার রেজাউল করিম রবিবার নির্বাচিত কর্মকর্তাদের বিজয়ী ঘোষণা করেন। সহ-সভাপতি- আবুল খায়ের আবলু, সহ-সাধারণ সম্পাদক খান শরাফত হোসেন, কোষাধ্যক্ষ- অলোক বোস, দফতর সম্পাদক- শফিকুল ইসলাম শফিক, সাংস্কৃতিক ও গ্রন্থাগার সম্পাদক- সঞ্জয় রায় চৌধুরী, ক্রীড়া সম্পাদক- ওয়ালিয়র রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে- মিহির লাল কুরি, সাইদুর রহমান, নাজিমুল ইসলাম সিদ্দিকী আরজু, তারিকুল আনোয়ার তরুণ, অমিত মিত্র, এম.এ. হাকিম, লিটন কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।
×