ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিটন সভাপতি ডাবলু সম্পাদক নির্বাচিত

বগুড়া জেলা যুবলীগ

প্রকাশিত: ০৬:১৬, ১৭ অক্টোবর ২০১৬

বগুড়া জেলা যুবলীগ

স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা শুভাশীষ পোদ্দার লিটন ও আমিনুল ইসলাম ডাবলু। জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শনিবার রাতে সর্বসম্মতিক্রমে নির্বাচিতদের নাম ঘোষণা করেন অধিবেশনে নির্বাচন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত। এ সময় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য আব্দুল মান্নান, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। খাদ্যযোদ্ধা’ সম্মাননা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ২২ কৃষাণ-কৃষাণীকে সম্মাননা দিয়েছে বেসরকারী গবেষণা সংস্থা বারসিক। কৃষি খাতে বিশেষ অবদানের জন্য রবিবার দুপুরে রাজশাহী সাধারণ গ্রন্থাগার চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে ‘খাদ্যযোদ্ধাদের’ এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান আবদুল হামিদ। তিনি কৃষাণ-কৃষাণীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ বরেন্দ্র কলেজের প্রভাষক ইফাত আরা রাকা, আদর্শ কৃষক কেএমএ মুকিদ দুলাল, রহিমা বেগম প্রমুখ। জঙ্গী ও মাদকবিরোধী মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৬ অক্টোবর ॥ জঙ্গীবাদ সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ভোলা পুলিশ সুপার মোকতার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ। দিনমজুর নিহত নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১৬ অক্টোবর ॥ সীতাকু-ে বিদ্যুতস্পৃষ্টে আবদুল শুক্কুর (৩৫) নামে এক দিনমজুর নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বড় কুমিরা বোর্ড অফিসের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিনমজুর উপজেলার কুমিরা ভাড়া বাসায় থাকলেও মীরসরাই উপজেলার শমী উল্ল্যাহ পুত্র।
×