ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাতের অভিযোগে ক্যাশিয়ার জেল হাজতে

প্রকাশিত: ০৬:১৫, ১৭ অক্টোবর ২০১৬

অর্থ আত্মসাতের  অভিযোগে ক্যাশিয়ার  জেল হাজতে

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৬ অক্টোবর ॥ পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির প্রায় সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতকারী ক্যাশিয়ার পলাতক জায়েদা খানম রবিবার আদালতে আত্মসমর্পণ করেন। বেলা ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) তারিক সামসের আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। জানা যায়, পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির অগ্রণী ব্যাংক, পটুয়াখালী পুরান বাজার শাখায় সমিতির হিসাবে জমাকৃত টাকার হিসাব জানতে যোগাযোগ করেন ৩১ মার্চ সমিতির হিসাব রক্ষক মোঃ তরিবুল্লাহ আকন্দ। ব্যাংক কর্র্তৃপক্ষ জানায়, ৩১ মার্চ পর্যন্ত এ্যাকাউন্টে চার কোটি ৪৩ লাখ ২২ হাজার ৮৩৫ টাকা জমা রয়েছে। বিষয়টি সন্দেহজনক হলে তরিবুল্লাহ আকন্দ তাৎক্ষণিকভাবে ব্যাংক প্রদত্ত এক মাস আগে ফেব্রুয়ারি মাসের হিসাব বিবরণী নিয়ে ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংকের হিসাব বিবরণীটি ভুয়া বলে নিশ্চিত করেন। ক্যাশিয়ার জায়েদা ২০০৫-০৬ সাল থেকে ব্যাংকের সীল-স্বাক্ষর জাল করে ভুয়া ব্যাংক ডিপোজিট রসিদ ও ব্যাংকের হিসাব বিবরণী তৈরি করে সমিতির হিসাব শাখায় জমা দিতেন বলে আদেশে বলা হয়। আরও জানা যায়, ক্যাশিয়ার জায়েদা খানমের জমাকৃত ফেব্রুয়ারি ২০১৬ মাস পর্যন্ত ব্যাংকের হিসাব বিবরণীতে ১০ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৫৪৭ টাকা দেখিয়েছেন অফিসে। অথচ ব্যাংক কর্তৃপক্ষ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত তাদের ব্যাংকের হিসাব বিবরণীতে রয়েছে চার কোটি ৪৩ লাখ ২২ হাজার ৮৩৫ টাকা। সে অনুযায়ী সমিতির ৬ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৭১২ টাকা ব্যাংকে কম প্রদান করা হয়েছে। সমিতির ক্যাশিয়ার পদে কর্মরত থেকে আদায়কৃত অর্থ ব্যাংকে জমা প্রদান না করে নিজে আত্মসাত করায় ৩১ মার্চ বিকেল থেকে ক্যাশিয়ার জায়েদা খানমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে এ অফিসের আরও ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলাটি বর্তমানে দুদকে তদান্তাধীন রয়েছে।
×