ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে অনিবন্ধিত ওষুধে ব্যবস্থাপত্র

প্রকাশিত: ০৬:১৪, ১৭ অক্টোবর ২০১৬

বাউফলে অনিবন্ধিত ওষুধে ব্যবস্থাপত্র

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ অক্টোবর ॥ এক চিকিৎকের বিরুদ্ধে নাম সর্বস্ব কোম্পানির ওষুধ প্রেসক্রিপশনে লেখার অভিযোগ উঠেছে। বাউফল পৌর শহরের এক রোগী এ্যালার্জীজনিত সমস্যার কারণে চিকিৎসককে দেখান। ডাঃ ইমদাদ তাকে দেখার পরে ব্যবস্থাপত্রে অন্যান্য ওষুধের সঙ্গে মাই-এস নামে এক ওষুধের নাম লেখেন। ওষুধটির গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে আশরাফুল ল্যাবরেটরিজ। যার ম্যানুফেকচারিং লাইসেন্স নাম্বার লেখা রয়েছে ট-০৮৪ এবং ড্রাগ রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে ট-১১০-অ-০০৬। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ড্রাগ এ্যড মিনিস্ট্রেসনের ওয়েবসাইটে আশরাফুল ল্যাবরেটরিজের নামে যে ৩৩টি ওষুধের নিবন্ধন রয়েছে সেখানেও নেই এই ওষুধের নাম। এমনকি ইউনানি ওষুধ হিসেবে নিবন্ধন নেয়া ৫ হাজার ২শ’ ৬টি ওষুধের তালিকাতেও নেই মাই-এস নাম। খোঁজ নিয়ে জানা যায়, ডাঃ ইমদাদ উল্লাহ খান বর্তমানে বরিশাল জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (চর্ম ও যৌন)। প্রতি শুক্রবার বাউফল পৌর সদরের একটি প্রাইভেট ক্লিনিক এবং কালাইয়ার বগী বাজারে এক ফার্মেসিতে রোগী দেখতে আসেন। ডাঃ এমদাদ উল্লাহ খানের মুঠো ফোনে মাই-এস কি জাতীয় ওষুধ এবং কোথায় পাওয়া যায় জানতে চাইলে তিনি বলেন, মাই-এস এর প্রিপারেশন হচ্ছে স্পাইরুলিনা। বাউফল বাজারের বড় বড় ফার্মেসি এবং বাউফল হাসপাতাল সংলগ্ন ফার্মেসিগুলোতে এই ওষুধ পাওয়া যাবে। কিন্তু সরকার নিবন্ধিত এই নামে কোন ওষুধ নেই। আপনি এমবিবিএস ডাক্তার হয়েও কিভাবে নিবন্ধনবিহীন ওষুধ লিখলেন জানতে চাইলে তিনি বলেন, শুধু আমি লেখি তা নয়, প্রফেসর লেভেলের যারা আছেন তারাও এই ওষুধ লেখেন। আর নিবন্ধন নেই কথাটি ঠিক নয়।
×