ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশাল জেড পাথরের সন্ধান

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ অক্টোবর ২০১৬

বিশাল জেড পাথরের সন্ধান

মিয়ানমারের একটি খনিতে বিশাল আকৃতির জেড পাথর পাওয়া গেছে। ১৭৫ টন ওজনের পাথরটি ১৪ ফুট উঁচু ও ১৯ ফুট দীর্ঘ। ধারণা করা হচ্ছে, এর মূল্য প্রায় এক কোটি ৭০ লাখ ডলার। মিয়ানমারে বিশ্বের সবচেয়ে ভাল জেড পাথর পাওয়া যায়। জেড হচ্ছে সবুজ রঙের প্রায় স্বচ্ছ পাথর। দেশটির মোট জিডিপির অর্ধেকই আসে জেড শিল্প থেকে। এর সবচেয়ে বড় বাজার প্রতিবেশী দেশ চীন। যেখানে একে ‘স্বর্গের পাথর’ বলা হয়। - বিবিসি
×